আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এক ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।১৭ জুন সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২৫ জন আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলা প্রশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে রেলওয়ে ও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
১ বছর আগে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে আকস্মিক ধূলিঝড়ে একটি বিশাল বিলবোর্ড উপড়ে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৬০ জন।স্থানীয় সময় ১৩ মে সোমবার বিকেল সাড়ে ৪টা এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নীচে চাপা পড়েছিলেন অনেকেই। তাদের মধ্য থেকে ৬৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।ভারতের জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পরিদর্শক গৌরব চৌহান জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জনের মরদেহ যৌক্তিক কারণেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না।জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখনও প্রায় ২০ থেকে ৩০ জন সেখানে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।মুম্বাই শহরে ভারী বৃষ্টি এবং ধূলিঝড়ের আঘাতে বিলবোর্ডটি পড়ে যায়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং যানচলাচল ব্যহত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে বিলবোর্ডটি ধসে পড়ে। পুলিশ, দমকল বিভাগ এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়ার বেশ কিছু টিমসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।মহারাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন, রাজ্য সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদান করবে।ঝড়ের সময় শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হছে এবং অন্তত ১৫টি প্লেন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১ বছর আগে
আন্তর্জাতিক ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ৭ মে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।এর আগে, প্রথম দফায় শতাধিক আসনে ও দ্বিতীয় দফায় ৮৮টি আসনে ভোট হয়েছিল।এবার তৃতীয় দফায় ভারতজুড়ে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফার ভোটের পরে দশ দিনের বিরতির শেষে মঙ্গলবার ভারতজুড়ে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন হচ্ছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি আসনেও আজ ভোটগ্রহণ হচ্ছে।
১ বছর আগে
আন্তর্জাতিক ডেস্ক: এবার মুসলমানদের পবিত্র দুই স্থান কাবা শরীফ এবং মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার। মক্কা-মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদির আল ওয়াতান পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।দেশটির স্থানীয় এক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন মুসলমানদের স্বস্তিতে বিয়ে পড়ানো যায় সেজন্য দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে বিভিন্ন কোম্পানির জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসার একটি সুযোগ বলে অভিহিত করেছেন। তবে কাবা শরিফ এবং মসজিদে নববীতে শ্রদ্ধার সঙ্গেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের চুক্তি পরিচালনা করা ইসলামে অনুমোদিত একটি বিষয়। মহানবি হযরত মুহাম্মদ (সা.) একবার এক সাহাবীর বিয়ে মসজিদে পড়িয়েছেন। মসজিদে নববীতে বিয়ে সম্পন্ন করার বিষয়টি ইতোমধ্যেই মদিনার স্থানীয়দের মধ্যে বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।তিনি আরও বলেন, মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়।মাসুদ আল জাবরি জানান, অনেকের বিশ্বাস মসজিদে বিয়ে পড়ানো হলে সেটা আশীবার্দ এবং সৌভাগ্য বয়ে আনে। তিনি বলেন, মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে। জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিষ্টি বা অন্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না।প্রসঙ্গত, সৌদি আরবের অভ্যন্তরে এবং বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম প্রতি বছর ওমরাহ পালনের জন্য গ্র্যান্ড মসজিদে যায় এবং মদিনার মসজিদে নববী এবং অন্যান্য ইসলামিক স্থাপনা পরিদর্শন করে থাকেন।
১ বছর আগে