নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, গ্রেফতার সাইফুল অনলাইনে 'অ্যাপাচি ফোরভি' নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দেয়। স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।এসময় বাকি তিনজন পালিয়ে যায়।এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মাস আগে
আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় রক্ষা পেল অটোরিকশার ৫ যাত্রী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশাটি আটকে যায়। এসময় চালক দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন। ট্রেন চালক এনায়েত হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ‘ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি; যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন এটি সরে যায়, কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে কয়েক ফুট দূরে ট্রেন থেমে যায়।’ রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকায় সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায়। চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেয়ায় অটোরিকশায় থাকা চালকসহ ৫ যাত্রী রক্ষা পান।
৬ মাস আগে
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন দাবি বাতিল চেয়ে ইটভাটা মালিক সমিতির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রোববার শহরের সুলতানগরের ড্রিম প্লাস মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী রংপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সভাপতি এ কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ-সভাপতি আবু নাসের শাহ মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ-সভাপতি এনামুল হক ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী জেলার সহসভাপতি মোজাম্মেল হকসহ অনেকে।এ সময় বক্তারা বলেন, রংপুর বিভাগে সরকারি আদেশে সকল ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিল করার দাবি জানানো হয় সমাবেশে।ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলাসহ নীলফামারী জেলার, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডোমার, ডিমলার প্রায় শতাধিক ভাটা মালিক সমাবেশে অংশ নেন। তাদের দাবি ইটভাটা বন্ধ হলে আগামীতে সরকারি বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মানুষ পাকা বাসা নির্মাণ করতে পারবে না। সরকার যে ভাটা নির্মাণে নির্দেশনা দিয়েছে তা কোনো ভাবেই সম্ভব নয়। তাই পুরনো ভাটা বহালের দাবিসহ ভ্যাট, সংশোধনী আইন বাতিলের দাবি জানান তারা।
১ বছর আগে
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় সৈয়দমহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী নিহত হয়েছেন। ২৩ জুন রোববার বেলা ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শেখ জামির আলী (৫০) উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রীন লাইন নামে একটি পরিবহন তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরত্বর আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পরিরবহনটি পালিয়ে যায়।ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখাইে তার মৃত্যু হয়।
১ বছর আগে