× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার
Image

প্রশংসিত কবি রওনক জাহানের কবিতার বই


নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় জাপান প্রবাসী চিত্রশিল্পী ও কবি রওনক জাহানের ৩টি কবিতার বই প্রকাশিত হয়েছিল। বইপত্র প্রকাশনা থেকে ‘আমি দূরবীন হাতে তোমারে ছুঁই’ এবং শিখা প্রকাশনী থেকে ‘একমুঠো কথাসমুদ্র’ ও ‘মেঘভাঙা তুমুল প্লাবনে’ প্রকাশিত হয়। যা পাঠকদের নজর কেড়েছে এবং প্রশংসিত হয়েছে।এ প্রসঙ্গে চিত্রশিল্পী ও কবি রওনক জাহান বলেন, ‘আমি যখন আমার কবিতাগুলো ফেসবুকে শেয়ার করি, সবাই অনেক পছন্দ করে এবং আমাকে বলে আমার মনের কথা আপনার কবিতা দিয়ে প্রকাশ পেয়েছে। এটা সত্যিই নতুন লেখকের জন্য অনেক বড় পাওয়া। আমি আপনাদের ভালোবাসায় সত্যিই মুগ্ধ এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই’।তিনি আরও বলেন, ‘দিন দিন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি না, আসলেই আমরা যান্ত্রিক হয়ে গিয়েছি। এজন্যই সবার উদ্দেশ্যে বলব, নিজের মনটাকে আরও বড় করতে হবে এবং প্রকৃতি নিয়ে অনেক বেশি কাজ করতে হবে’।রওনক জাহান চিত্রশিল্পী ও কবি। এই দুই পরিচয়ের বাইরেও তিনি একজন কণ্ঠশিল্পী। তার কণ্ঠে গান হয়ে ওঠে অসাধারণ। এছাড়াও বাংলাদেশ ও জাপানে তার আঁকা ১০০টি একক চিত্রকর্ম প্রশংসিত হয়েছে।উল্লেখ্য, চিত্রশিল্পী ও কবি রওনক জাহানের কবিতার বইগুলো যে কেউ অনলাইনে রকমারি ডটকম সাইট ভিজিট করে বা ফোন কল করে অর্ডার দিতে পারবেন।

১ বছর আগে

Image

প্রকাশিত হলো মাসুদা তোফার ২ কাব্যগ্রন্থ


নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন অধ্যাপক কবি মাসুদা তোফার দু’টি কাব্যগ্রন্থ। বই দু’টি হলো- ‘অনন্তকাল তোমাকে খুঁজবে’ ও ‘তুমি ছুঁয়ে দিলে থেমে যাবে অভিমান’।অনন্তকাল তোমাকে খুঁজবে বইটি প্রকাশিত হয়েছে মেঘদূত প্রকাশন থেকে। এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। মূল্য ২৭০ টাকা। এটি লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ।বইটি প্রসঙ্গে মাসুদা তোফা বলেন, আমার  দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অনন্তকাল তোমাকে খুঁজবে’ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। আন্তরিকভাবে চেষ্টা করেছি হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধাটুকু ঢেলে প্রতিটি কবিতায় তাঁর কর্ম, তাঁর মহত্ত্ব, তাঁর ভাষা আন্দোলন থেকে লাল সবুজ পতাকার বাংলাদেশ সৃষ্টির পেছনের অবিচল স্বপ্নের কথা আমার অনুভূতি ও অনুভবে প্রতিটি কবিতায়  তুলে আনতে। অনেকগুলো অণুসহ ৪৮ কবিতা আছে বইটিতে।মেঘনা পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার তৃতীয় কাব্যগ্রন্থ তুমি ছুঁয়ে দিলে থেমে যাবে অভিমান। বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। মূল্য ২৭০ টাকা।তিনি বলেন, আমার তৃতীয় কাব্যগ্রন্থ ‘তুমি ছুঁয়ে দিলে থেমে যাবে অভিমান’ এই কাব্যগ্রন্থে প্রেম বিরহ অভিমানের কবিতা আছে।  আছে মা, মাটি ও মাতৃভূমিকে নিয়ে লেখা কবিতা । ৫৭টি কবিতা আছে গ্রন্থটিতে।২০২৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘কুয়াশার বুকে এসো’ প্রকাশিত হয়েছিলো।

১ বছর আগে

Image

সালমান হাবীবের নতুন বই ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’


নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় এগারোতম কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’ নিয়ে এসেছেন কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীব।বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। বইমেলায় ভূমি প্রকাশের স্টলে (৩০৬ ও ৩০৭) ২২০ টাকায় মিলবে বইটি। এছাড়াও রকমারি ডটকম ও বুকমার্কেও বইটি পাওয়া যাচ্ছে।সালমান হাবীবের প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তিনি ইসলামি কবিতার এক নতুন ধারা তৈরি করেছেন।তার আগের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’ ও ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’ 'দুখ দুগুণে পাঁচ' ও কবি তার কবিতার।বর্তমানে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব দেখা দিয়েছে। কবিতা বলতে গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার বলে মনে করছেন অনেকে। ফলে এখন আর কেউ কবিতা পড়তে চান না। আর সেই অনিহা দূর করতে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব।প্রসঙ্গত, কর্মজীবনে সালমান হাবীব একজন রেডিও ব্যক্তিত্ব। তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ ‘মধ্যরাতের ভবঘুরে’ নামে একটি জনপ্রিয় শো উপস্থাপনা করেন।

১ বছর আগে

Image

বইমেলায় ইলিয়াস সানীর প্রথম বই ‘জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন’


স্টাফ রিপোর্টার, সাভার: এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ইলিয়াস সানীর লেখা প্রথম বই ‘জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন’। ইতোমধ্যে বইটি বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছে।বইটির প্রকাশনা করেছে ‘একাত্তর প্রকাশনী’।  প্রচ্ছদ করেছেন জাতীয় চিত্রশিল্পী পুরস্কারপ্রাপ্ত রায়হান রনি। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আমরা ক’জন মুজিব সেনা স্টলে পাওয়া যাচ্ছে  বইটি।বইটিতে ফুটে উঠেছে ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর একটি পাকিস্তানি ভাবধারার সরকারের অত্যাচার নির্যাতনে যখন এই দেশের জনগণ মুক্তির পথ খুঁজছিল ঠিক তখন মুক্তির দিশারী হয়ে বঙ্গবন্ধুকন্যা শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন বাজি রেখে এই দেশে প্রত্যাবর্তন করেন। বইটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিলুপ্তপ্রায় গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করে একটি উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার বর্ণনা চিত্রিত করা হয়েছে।বশেফমুবিপ্রবির শিক্ষক ও লেখক ইলিয়াস সানী জানান, স্কুল জীবন থেকেই বিক্ষিপ্তভাবে কবিতা, ছড়া ও উপন্যাস লিখতেন তিনি। যদিও কোনোটিই বই আকারে প্রকাশ করা হয়নি। মূলত ভালো লাগা থেকেই লেখালেখি শুরু তার।প্রথম বই প্রকাশের প্রতিক্রিয়া ব্যক্ত করে সানী বলেন ,প্রথম যেকোনো কিছুর প্রতিক্রিয়া অত্যন্ত আনন্দদায়ক। আর তা যদি হয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, তাহলে সেটা আরও বেশি আনন্দের। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে পত্রিকায় অনেক লেখা আছে। কিন্তু আমার জানামতে বই আকারে এটিই প্রথম। তাই এটা বড় প্রাপ্তি মনে করছি।সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ছিলেন।

১ বছর আগে

বইমেলায় রনির নতুন বই ‘রনি বাণী’

বইমেলায় রনির নতুন বই ‘রনি বাণী’

২৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:০৯ এএম

ইথার আখতারুজ্জামানের নতুন বই ‘মিথের মতো মিথ্যে’

ইথার আখতারুজ্জামানের নতুন বই ‘মিথের মতো মিথ্যে’

২৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:২২ এএম

প্রকাশিত হলো মাহমুদুল ইসলামের নতুন বই ‘বাংলাদেশে ব্যাংকাসুরেন্স’

প্রকাশিত হলো মাহমুদুল ইসলামের নতুন বই ‘বাংলাদেশে ব্যাংকাসুরেন্স’

২৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:৫৬ এএম

বইমেলায় পারভেজ চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আর যদি ফিরে না আসি’

বইমেলায় পারভেজ চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আর যদি ফিরে না আসি’

২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১০:১৭ এএম

জীবনের দ্বন্দ্ব-সংগ্রাম-হতাশা আর তিন কিশোর চোরের মানবিক কাহিনি ‘ভৃগুভূমে হিমালয়’

জীবনের দ্বন্দ্ব-সংগ্রাম-হতাশা আর তিন কিশোর চোরের মানবিক কাহিনি ‘ভৃগুভূমে হিমালয়’

২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:০৭ এএম

শেখ হাসিনাকে নিয়ে সামছুল আলম সাদ্দামের নতুন বই

শেখ হাসিনাকে নিয়ে সামছুল আলম সাদ্দামের নতুন বই

২২ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২২ এএম

বইমেলায় নোমান সাদীর ‘যেখানে মৃত্যুবরণ পাপ’

বইমেলায় নোমান সাদীর ‘যেখানে মৃত্যুবরণ পাপ’

২২ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:০৪ এএম

বইমেলায় কাঞ্চন রানী দত্তের দুটি শিশুতোষ গল্পের বই

বইমেলায় কাঞ্চন রানী দত্তের দুটি শিশুতোষ গল্পের বই

২১ ফেব্রুয়ারী ২০২৪ ০২:৫২ পিএম

প্রকাশিত হলো জোহরা গাজীর বই ‘আগুনের সাথে বসবাস’

প্রকাশিত হলো জোহরা গাজীর বই ‘আগুনের সাথে বসবাস’

২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৫৩ এএম

মেলায় এসেছে সুমি ইসলামের প্রথম উপন্যাস ‘এক টুকরো মেঘ’

মেলায় এসেছে সুমি ইসলামের প্রথম উপন্যাস ‘এক টুকরো মেঘ’

২০ ফেব্রুয়ারী ২০২৪ ০১:০৮ পিএম

বইমেলায় পলিয়ার ওয়াহিদ’র ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’

বইমেলায় পলিয়ার ওয়াহিদ’র ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’

১৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:২৮ এএম