মেয়েকে বিয়ে দিয়ে কাঁদলেন নায়ক আমির খান

মেয়েকে বিয়ে দিয়ে কাঁদলেন নায়ক আমির খান

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মেয়েকে বিয়ে দিয়ে কাঁদলেন নায়ক আমির খান

মেয়েকে বিয়ে দিয়ে কাঁদলেন নায়ক আমির খান

বিনোদন ডেস্ক: সুপারস্টার আমির খানের মেয়ে হলেও বলিউডের বাকি আর দশজন তারকা সন্তানের থেকে খানিকটা আলাদা ইরা খান। ছোট বড়ো সব ধরনের পর্দার লাইমলাইট থেকে সবসময় একেবারে দূরে থাকতেন তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও সেভাবে দেখা যেত না এই তারকা কন্যাকে। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির কন্যা ইরা।৩ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে ফিটনেস কোচ নূপুর শেখরের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।সবাইকে চমকে দিয়ে বিয়ের অনুষ্ঠানে বরের পোশাকের পরিবর্তে স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন  নূপুর শেখর। পরে রহস্য উন্মোচন করেন নূপুর নিজেই।তিনি জানান, ফিটনেস ট্রেনার হিসেবে তার স্বপ্ন ছিল, বিয়ের পোশাকে নয়, জগিংয়ের পোশাকেই বিয়ে সারবেন। তাই টানা ৮ কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন।বিয়ের অনুষ্ঠানে হাজির হতেই মেয়ের জামাইকে জরিয়ে ধরতে দেখা যায় শ্বশুর আমির খানকে। এ সময় অভিনেতার চোখ কান্নায় ছলছল করছিল। মেয়ের বিয়ের দিন আমির খান এক ধরণের ট্র্যাডিশনাল পোশাক বেছে নিয়েছেন। তাকে একটি গোলাপি পাগড়িসহ সাদা শেরওয়ানি পরতে দেখা গেছে।এর আগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখ বাবার জিম ইনস্ট্রাকটর ও প্রেমিক নূপুর শেখরের সঙ্গে বাগদান পর্ব সারেন ইরা। মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই আবেগতাড়িত হন আমির খান।এক সাক্ষাৎকারে মেয়ের জামাই সম্পর্কে আমির খান বলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মত শোনাবে। সে শুধু আমার জামাই নয়, ও আমার ছেলে। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল সে সময় প্রতিটা মুহূর্তে তাকে সঙ্গ দিয়েছে। আর ওরা দু’জনে একে অপরের সঙ্গে খুশি। সেটাই আমার কাছে যথেষ্ট।

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

এবার পাঁচ সিনেমায় জমবে ঈদ

এবার পাঁচ সিনেমায় জমবে ঈদ

এসএ টিভির ঈদ আয়োজন

এসএ টিভির ঈদ আয়োজন

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

সরকারি অনুদান পাওয়া ২০ চলচ্চিত্রের তালিকা প্রকাশ

সরকারি অনুদান পাওয়া ২০ চলচ্চিত্রের তালিকা প্রকাশ

মন্তব্য করুন