প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ০৬:১১ এএম
আখাউড়ায় একমাত্র হাসপাতালের রাস্তায় ১২ রেল লাইন, ব্যাহত স্বাস্থ্য সেবা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায় বসানো হয়েছে ১২টি রেললাইন। এই রেলপথ দিয়ে প্রতিদিন চলাচল করে ৪০ টির অধিক মালবাহী ও যাত্রীবাহী ট্রেন। এতে দৈনিক ১০ ঘণ্টারও বেশি সময় রেলগেইট পড়ে থাকায় বন্ধ থাকে হাসপাতালের একমাত্র রাস্তাটি।
লক্ষাধিক জনসংখ্যার এই উপজেলায় স্বাস্থ্যসেবার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র এটি। প্রতিদিন ৪ শতাধিক মানুষ মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসেন ৫০ শয্যা বিশিষ্ট এই সরকারি হাসপাতালে।
রেল গেইট পড়ে থাকা এবং লাইনগুলো রাস্তা থেকে উঁচু হওয়ার কারণে হাসপাতালে আগত রোগীদের বিশেষ করে জরুরি রোগীদের ক্ষেত্রে বেশ অসুবিধা হয়। জরুরি বিভাগের রোগীরা যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে সমস্যা হয়। পাশাপাশি এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াতে খুবই সমস্যায় পড়তে হয়।
এ সমস্ত জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের কাছে আন্ডারপাস অথবা ওভারপাস করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও হাসপাতাল স্থানান্তরের মাধ্যমেও জনদুর্ভোগ লাগব করা সম্ভব বলে মতামত দিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হিমেল খান বলেন, আমাদের হাসপাতালে আসার জন্য একটিমাত্র রাস্তা। সারাদিনই ট্রেন আসা-যাওয়ার কারণে হাসপাতালে আগত রোগীদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়।
এ বিষয়ে আখাউড়া-লাকসাম রেলপথের প্রকল্প পরিচালক সুবক্তহীন বলেন, এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আখাউড়া-সিলেট আরও একটা প্রজেক্ট হবে, সেখানে সবকিছু পরিকল্পিতভাবে করব।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৬ মাস আগে
আখাউড়ায় একমাত্র হাসপাতালের রাস্তায় ১২ রেল লাইন, ব্যাহত স্বাস্থ্য সেবা