প্রকাশ : ২৩ মে ২০২৪ ০৩:৩৮ এএম
নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি: নড়াইলে সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত প্রার্থী।
নির্বাচনে পরাজিত ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান ২২ মে বুধবার সন্ধ্যায় নড়াইল শহরের আলাদাতপুরে তার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি রিটার্নিং অফিসার বরাবর ভোটে দুর্নীতি অনিয়মের বিষয়ে অভিযোগ দেয়ার কথা উল্লেখ করে বলেন, গত ২১ মে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়। ভোটারদের ভোট প্রদানে বাধা দেয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমাণ জাল ভোট দেয়া হয়েছে। যা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন কেন্দ্রে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভুইয়ার এলাকা চন্ডিবরপুর ইউনিয়নের কেন্দ্র সমুহ,আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর স্কুল কেন্দ্র,দত্তপাড়া স্কুল কেন্দ্র এবং মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা স্কুল কেন্দ্রের ভোট যাচাই বাছাই সহ পুনরায় গননার দাবি জানিয়েছেন।
নড়াইল সদর উপজেলায় মোট কাস্টিং ভোট শতকরা ৩৭.৪৯ ভাগ। অথচ, চন্ডিবরপুর ইউনিয়নের সীবানন্দপুর কেন্দ্রে শতকরা প্রায় ৮১ ভাগ ভোট কাস্টিং হওয়াকে অসামঞ্জস্য উল্লেখ করে তিনি বিতর্কিত কেন্দ্রসমূহে পুনরায় ভোট গ্রহন, পুনঃগণনা, ব্যালটের মুড়ি অংশ এবং ব্যালট যাচাই-বাছাইসহ সামগ্রিক নির্বাচন পুনরায় অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা’র বিরূদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ দিয়েছিলেন। রিটার্নিং অফিসার অভিযোগকারীর কোন বক্তব্য না নিয়ে বা কোনো প্রকার প্রমাণ না নিয়ে নিজের মত বিষয়টি তদন্ত কার্যক্রম শেষ করেছেন।
তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনকে যারা বিতর্কিত করেছে তাদের বিরূদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৯ মাস আগে
নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন