প্রকাশ : ০৫ জুন ২০২৪ ০৬:০৯ এএম
সিআইডি’র পরিদর্শকের অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সিআইডি’র পুলিশ পরিদর্শকের অপসারণের দাবিতে ৪ জুন মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা মানববন্ধন করেছে। ওই পুলিশ পরিদর্শকের নাম মো. রেজাউল করিম।
সৈয়দপুর শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কে স্বাধীনতা ভবন চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল।
গত ২০২১ সালে রংপুরের সাইবার ক্রাইম আদালতে দায়েরকৃত একটি মামলায় মরহুম নঈম খানকে যুদ্ধাপরাধী হিসাবে উল্লেখ করা হয়। মামলাটি তদন্ত করার জন্য আদালত সৈয়দপুর থানাকে নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক সৈয়দপুর সদর ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর আব্দুর রহিম নঈম খান তা তদন্ত প্রতিবেদনে যুদ্ধাপরাধী ও রাজাকার বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
পরবর্তীতে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে মামলাটি পুনঃ তদন্ত করতে নীলফামারীর সিআইডির পরিদর্শক রেজাউল করিমকে দায়িত্ব দেয়া হয়। তিনি তার তদন্ত প্রতিবেদনে যুদ্ধাপরাধী নঈম খানকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করে আদালতে তার প্রতিবেদন দাখিল করেন। এ খবর স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার পক্ষের মানুষ সম্প্রতি জানতে পারে। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষও। তাই সিআইডির এই পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী নারী, পুরুষ ও শিশুরা রাজপথে নামে। গড়ে তোলে আধা কিলোমিটার জুড়ে মানববন্ধন।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সৈয়দপুর শাখার আহ্বায়ক এ্যাড. সুজাউদ্দৌল্লাহ সুজা, বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক প্রমুখ।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৯ মাস আগে
সিআইডি’র পরিদর্শকের অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন