প্রকাশ : ১৮ জানুয়ারী ২০২৪ ০২:৩৩ এএম
হবিগঞ্জে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই, আটক ৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন রাসনা বেগম নামে জনৈক এক মহিলা। তিনি উপজেলার পানিউমদা গ্রামের বাসিন্দা। এ সময় স্থানীয় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাসনা বেগম স্থানীয় পূবালী ব্যাংক থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করে ইমামবাঐ গ্রামে বাবা বাড়ির দিকে রওনা হন। তিনি ইমামবাঐ গ্রামের কাছাকাছি পৌঁছলে তিন ছিনতাইকারী গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাগুলো নিয়ে যায়।
এ সময় রাসনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে এক ছিনতাইকারীকে তাৎক্ষণিক আটক করেন। পরে অপর দুই ছিনতাইকারীকে দেবপাড়া (বাঁশডর) এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলো, সিলেটের কোতোয়ালি থানার মৃত চুনু মিয়ার পুত্র ইমতিয়াজ মিয়া (৩৫), সিলেট শাহপরান থানার মৃত আব্দুল মতিনের পুত্র সামছুল ইসলাম (৪০) ও হবিগঞ্জ সদরের উচাইল গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আক্তার হোসেন (৪৪)।
খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, এস আই জাহাঙ্গীর আলম, এ এস আই জামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী বলেন, ছিনকারীদের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৬ মাস আগে
হবিগঞ্জে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই, আটক ৩