প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ০৬:৩৩ এএম
ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার, সাভার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ঢাকা-১৯ আসন সাভারে ততই প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এরই মধ্যে দিনরাত প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাধারণ ভোটারদের মন জয় করেছেন। হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডে ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আসনটিতে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ আসনে আরেক হেবিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।
সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের আগমনে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। পরে এক উঠান বৈঠকে অংশ নিয়ে সাধারণ ভোটারদের কাছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
এ সময় তিনি বলেন, আমি জনবহুল ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারলে দুই বছরের মধ্যে সাভারের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব।
তিনি আরও বলেন, আপনাদের ভোটের মর্যাদা রক্ষায় সব সময় পাশে থেকে সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করব। কীভাবে উন্নয়ন করতে হয় আমি তা ভালো করেই জানি। আমার নির্বাচনে অংশ নেয়ার প্রধান কারণ সাভারের মানুষকে স্বস্তি দেওয়া। সাভারকে রোল মডেলে পরিণত করা।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক