প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১১:০১ এএম
তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, বন্যার পূর্বাভাস
লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢল আর বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে ধান ও পাটক্ষেতসহ ফসলি জমি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত চব্বিশ ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি প্রায় ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি উঠানামা করছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তিস্তা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬ টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে ৬১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে শুক্রবার সকাল ৬ টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে ও কাউনিয়া পয়েন্টে ৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে এবং দুপুর ১২ টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে ৬৯ সেন্টিমিটার নীচ দিয়ে ও কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তার পানি বাড়ায় সদর উপজেলার কালমাটি, খুনিয়াগাছ, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, সর্দারপাড়া, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, পাটিকাপাড়া, সিংগীমারী এবং সিন্দুর্না ইউনিয়ন এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানান, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ৫ দিনে দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারী থেকে ভারী এবং কতিপয় স্থানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদ-নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৯ মাস আগে
তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, বন্যার পূর্বাভাস