প্রকাশ : ০৬ মে ২০২৪ ০৪:২১ এএম
আইনমন্ত্রীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন বোরহান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আইনমন্ত্রীর প্রার্থীকে সমর্থন জানিয়ে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দোয়াত কলম মার্কার প্রার্থী শেখ বোরহান উদ্দিন। তিনি বলেন, কসবা-আখাউড়ার অভিভাবক, আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম।
৫ মে রোববার সকালে পৌরসভার হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শেখ বোরহান উদ্দিন এসব কথা বলেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূইয়া বলেন, আমি দুইবার আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। অতীতের ভুলত্রুটির জন্য আমি ক্ষমা চাই। উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে। ডিজিটাল আখাউড়া থেকে স্মার্ট আখাউড়া গড়ার লক্ষ্যে কসবা-আখাউড়ার অভিভাবক আইনমন্ত্রী আনিসুল হকের উন্নয়নের সহযোগী হিসেবে আমি কাজ করতে চাই। আমি দলীয় নেতাকর্মীসহ আখাউড়াবাসীর কাছে দোয়া ও আমার আনারস প্রতীকে ভোট চাই।
এ সময় তিনি সাংবাদিকদের কাছেও সহযোগিতা চান।
আগামী ২১ মে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন। শেখ বোরহান উদ্দিন সরে দাঁড়ানোয় এখন দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মুরাদ হোসেন ভূ্ইয়া ছাড়া অপর প্রার্থী হলেন মো. মনির হোসেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় ব্যালটে শেখ বোরহান উদ্দিনের প্রতীকও থাকবে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে্ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যানপ্রার্থী শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মমিন বাবুল।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৪ মাস আগে
আইনমন্ত্রীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন বোরহান