প্রকাশ : ০৫ জানুয়ারী ২০২৪ ০৫:১৬ এএম
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী আজাদের নির্বাচনী সমাবেশ
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে ঈগলের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাবু বিপুল ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
এ সময় আজাদ বলেন, আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবো। আমার হা-মীম গ্রুপে ৭৫ হাজার লোক কাজ করেন। আমার ছোট ভাইয়ের শারমীন গ্রুপে ৩০ হাজার লোক কাজ করেন। আমার ফরিদপুর সদরের জনগণ কেউ বেকার থাকবে না। আমি সেই লক্ষ্য নিয়ে গেরদায় ট্রেনিং সেন্টার করেছি। সেখানে বিনামূল্যে ট্রেনিং শেষ করে ঢাকায় গিয়ে চাকরিতে যোগদান করছে। ৭ তারিখে ঈগল বিজয় হলে প্রত্যেক ইউনিয়নে ট্রেনিং সেন্টার করে দিব। চাকরির ব্যাবস্থা করে দিব। আর কেউ কর্মহীন থাকবে না।
তিনি বলেন, ফরিদপুর হাসপাতালের অবস্থা খুব খারাপ। আমি চিকিৎসা সেবার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবো। এখানে অনেক নার্স আছে, তাদের জন্য বিশ্ববিদ্যালয় করবো। ৭ তারিখ হলো আমাদের অগ্নি পরীক্ষা। সন্ত্রাসের শহর বানাবেন নাকি ঈগল মার্কায় ভোট দিয়ে কর্মমুখর হাসিখুশি শহর প্রতিষ্ঠা করবেন সিদ্ধান্ত আপনাদের।
তিনি আরও বলেন, প্রশাসন নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। ভোট কেন্দ্রে কোনো প্রকার অরাজকতা করার সুযোগ নেই। ৭ তারিখ সকাল সকাল ঈগল মার্কার ভোট দিতে জাবেন।
এতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শওকত আলী জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি মাসুদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল ইসলাম মিঠু, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক ভোলা মাস্টার, সাবেক মেয়র মাহাতাব আলী মেথু প্রমুখ।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী আজাদের নির্বাচনী সমাবেশ