প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৫ এএম
সৈয়দপুরে যৌতুকের দাবিতে এক সন্তানের মাকে পিটিয়ে জখম
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এক সন্তানের মাকে পিটিয়ে যখম করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর দোয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী নাম মোছা. সুমনা আক্তার (২২)। বেশ কিছু দিন ধরে যৌতুক বাবদ আনতে দুই লাখ টাকা তাকে চাপ দেয় স্বামী মো. লিটন সরকার। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে শুক্রবার বেলা ১১টার সময় সুমনাকে বেদম মারপিট করা হয়।
এ ঘটনায় জড়তিদের বিরুদ্ধে ২৩ ডিসেম্বর রাতে সুমনার বাবা মো. আজিজুল ইসলাম একটি মামলা দায়ের করা হয়েছেন।
এই মামলায় গৃহবধূর স্বামীকে প্রধান আসামি করে তিনজনকে বিবাদী করা হয়েছে। অপর বিবাদীরা হলো- শ্বশুর এমদাদুল হক ও শাশুড়ি মোছা. কোহিনুর বেগম।
মামলার বাদী অভিযোগ করে বলেন, তার মেয়েকে যৌতুকের জন্য মারপিট করায় অনেকাংশে দায়ী তার শ্বশুর ও শাশুড়ি। প্রায় সময়ই তাদের ছেলেকে যৌতুক বাবদ টাকা আনতে কুপরামর্শ দিতো তারা।
তিনি আরও বলেন, এলোপাথারি আঘাতে শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেজন্য ওই বধূকে সুস্থ করতে প্রয়োজন উন্নত চিকিৎসার।
এমন ঘটনার জন্য চলতি বছরের মে মাসে তথা প্রায় ৯ মাস আগে যৌতুকের টাকা চাওয়া নিয়ে গ্রাম আদালতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যৌতুক বিষয়ে পুত্রবধূ সুমনাকে চাপ না দেয়ার জন্য লিখিত অঙ্গীকার করে।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত ঘটনায় জড়িত বিবাদীদের আটক করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, ২০২১ সালের ১৫ মার্চ সুমনা ও লিটনের বিয়ে হয়। সে সময় গরীব পিতা মো. আজিজুল ইসলাম মেয়ের সুখের জন্য দুই লাখ টাকা যৌতুক দেন জামাতাকে। সুমনা ও লিটনের সংসারে এক বছর তিন মাসের এক পুত্র সন্তান রয়েছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
সৈয়দপুরে যৌতুকের দাবিতে এক সন্তানের মাকে পিটিয়ে জখম