প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৭ এএম
সৈয়দপুরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ
নীলফামারী প্রতিনিধি: গত চারদিনের অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সৈয়দপুর উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার পানিবন্দি প্রায় আড়াই হাজার অসহায় পরিবারের মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেছেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
২৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর থেকে সৈয়দপুরে শুরু হয় ভারী বর্ষণ। ২৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলতে থাকে এ ভারী বর্ষণ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পাড়া মহল্লার নীচু এলাকার বাড়িঘর পানিতে ডুবে যায়। ফলে পানিবন্দি অসহায় পরিবার পড়েন চরম দুর্ভোগে। জ্বলেনি কোন চুলা। এ অবস্থায় তাদের পাশে বরাবরের মতো পাশে দাঁড়ান সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। তিনি তার কর্মীদের সহায়তায় বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেন। এসবের মধ্যে এক হাজার খিচুড়ি প্যাকেট রয়েছে। এছাড়া দেড় হাজার শুকনো খাবার প্যাকেটে রয়েছে ১ কেজি চিড়া, ৩০০ গ্রাম গুড়, ১টি বড় সাইজের পাউরুটি ও কলা।
এবিষয়ে জানতে চাইলে মো. মোখছেদুল মোমিন জানান, অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। তার ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবারসহ বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারিভাবে কামার পুকুর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
তিনি জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা কার্যক্রম চালু থাকবে।
এদিকে সৈয়দপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু পানিবন্দি মানুষের মাঝে খাদ্য খিচুড়ি বিতরণ করেছেন। তিনি তার ওয়ার্ড ছাড়াও আশেপাশের অন্যান্য এলাকার মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
সৈয়দপুরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ