মোহনগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মোহনগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মোহনগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মোহনগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে।২৫ ফেব্রুয়ারি রোববার এরই প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।বিক্ষোভকারীরা কলেজের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে জানায়, কলেজের কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি বছর ধরে তালাবন্ধ আছে। কম্পিউটার শিক্ষকরা বাসায় নিয়ে গেছেন। কলেজের সরকারি বরাদ্দের সিংহভাগ কোন কাজ না করেই আত্মসাৎ করেন অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী।রোববার সকাল ৯টা থেকে কলেজ চত্ত্বরে এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। চলে দুপুর দুইটা পর্যন্ত। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে আহবায়ক মো. শিহাব খানের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সদস্যরা।তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দ্বাদশ শ্রেণির রোববারের নির্বাচনী পরীক্ষা বন্ধ রাখেন কলেজ কর্তৃপক্ষ। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা ব্যাহত হয়।বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার রায়। পরে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ১০ দিনের সময় দিয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে। আগামী দশ দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে তারা আবারও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায়।শিক্ষার্থীরা জানায়, কলেজের কম্পিউটার ল্যাবটি সারা বছর তালাবদ্ধ থাকে। শিক্ষার্থীরা ল্যাব ব্যবহার করতে পারে না। ল্যাবের কম্পিউটার- ল্যাপটপ শিক্ষকরা বাসায় নিয়ে গেছেন। তাদের বাচ্চারা এতে গেম খেলে। কলেজে লাইব্রেরি থাকলেও সেটিও তালা লাগানো বছর ধরে। সাইন্স ল্যাবরেটরিতে কোন উপকরণ নেই। এটির অবস্থাও একই রকম। পড়াশুনার যথাযথ পরিবেশ নেই, তাই শিক্ষার্থীদের রেজাল্ট ভিষণ খারাপ হচ্ছে। এছাড়া অধ্যক্ষ নিজেও নিয়মিত কলেজে আসেন না, ভালো মন্দ খোঁজখবর রাখেন না।শিক্ষার্থীরা আরও জানায়, কলেজে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারেই বন্ধ। খেলাধূলার সামগ্রী চাইলে অধ্যক্ষ বলেন-বরাদ্দ নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে বরাদ্দের অজুহাত দেন তিনি। জাতীয় কোন প্রোগ্রামে বা আলোচনা সভায় অধ্যক্ষ উপস্থিত থাকেন না। অন্য শিক্ষকরা মিলে যতটুকু পালন করেন তাতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায় না। বহিরাগতরা কলেজ চত্ত্বরে এসে মাদক সেবন করে শিক্ষার পরিবশে নষ্ট করছে।কিন্তু এসব বিষয়ে পদক্ষেপ নিতে অধ্যক্ষের কোন উদ্যোগ নেই। বরাদ্দের টাকা লুটপাটের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়া কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি দ্রুত চালু করাসহ  শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি জানায় তারা। অন্যথায় কঠোর কর্মসুচি দেওয়ার দেওয়া হবে বলে জানায় তারা।মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সাথে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল রিসিভ করেননি। তবে কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ প্রভাষক বিজয় কুমার রায় বলেন, শিক্ষার্থীদের অনেক দাবিই যৌক্তিক। আমারা শিক্ষকরাও এতে একমত পোষণ করি। অধ্যক্ষ স্যার ছুটি থেকে আসলে আমারা তাঁর সঙ্গে আলোচনা করে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, বাঁধা দেওয়ায় মেম্বারকে মারপিট

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, বাঁধা দেওয়ায় মেম্বারকে মারপিট

ফুলবাড়ীতে ভিজিএফের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

ফুলবাড়ীতে ভিজিএফের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভুয়া বিল-ভাউচারে এতিমের টাকা উত্তোলন করেন উপজেলা সমাজ সেবা অফিসার

ভুয়া বিল-ভাউচারে এতিমের টাকা উত্তোলন করেন উপজেলা সমাজ সেবা অফিসার

ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. সেলিমাকে গণসংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. সেলিমাকে গণসংবর্ধনা

মন্তব্য করুন