প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ০৭:২৭ এএম
মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০টায় দেশটির রাজধানী মালের ভিলা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এরপর মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমকেআর কামাল হোসেনের সঞ্চালনায় মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মো. সোহেল রানা ও সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মালদ্বীপে বসবাসরত সবাইকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ সারাবিশ্বে স্বীকৃত।
করোনা মহামারির সংকট মোকাবিলা করে বাংলাদেশে আশাব্যঞ্জক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নিজের অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন, এ দিবস উপলক্ষে আমি প্রবাসী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের প্রতিযোগিতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে নির্দ্বিধায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের সুযোগ করে দিতে সকল সহযোদ্ধা মুজিব সৈনিকদের অতন্ত্র প্রহরী হিসেবে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান দুলাল মাতবর।
আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করেন বাংলাদেশ থেকে আগত সংগীত নিকেতনের একদল শিল্পীবৃন্দ।
শেষে জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ, জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন