ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।১৭ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।ঝালকাঠির জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
১৭ এপ্রিল ২০২৪ ০৯:০৭ এএম
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।১৭ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।ঝালকাঠির জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
১৭ এপ্রিল ২০২৪ ০৯:০৭ এএম
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করার ৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক ও অটোরিকশাটি উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।৬ এপ্রিল শনিবার সকালে থানা কার্যালয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।আটকরা হলো, শামীম আহমেদ (২৮), হাসান(৩০), ইসলাম (২৮), এমদাদুল (২২) ও আবু তাহের (৩৪)। এ সময় আবু তাহেরর বাড়ি থেকে ছিনতাই করা অটোরিকশাটি ও অটোরিকশা ড্রাইভার মোঃ আশিকের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, অটোরিকশাটি ছিনতাই হওয়ার পরে অটোচালক মো. আশিকের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটকরা পেশাদার অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য।এদের প্রত্যেকের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
০৬ এপ্রিল ২০২৪ ০৯:০৪ এএম