মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় বসবাসরত গারো-কোচদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধুপুর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।মধুপুর উপজেলার গারো-কোচ পল্লীর নিভৃত পীরগাছা গ্রামে এ নিবন্ধিত সংগঠনের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। ২২ নভেম্বর বুধবার দুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের এ অফিস উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস যষ্ঠিনা নকরেক।উদ্বোধনের পর অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি রঞ্জিত নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, বিশেষ অতিথি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান মানিক চন্দ্র বর্মন, ফুলবাগ চালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল মৃ প্রমুখ বক্তব্য দেন।এ সময় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধুপুর উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ নভেম্বর ২০২৩ ০৫:১০ এএম