লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রাজনগর বিজিবি জোন অভিযান চালিয়ে ৩টি দেশি নৌকাসহ ৯৮.৯৯ ঘনফুট সেগুন ও ৩২.৫৯ ঘনফুট গামারী কাঠ জব্দ করেছে।১৮ নভেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর বিজিবি জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কাঠসহ নৌকা তিনটি জব্দ করা হয়।এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, অবৈধ কাঠসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
১৯ নভেম্বর ২০২৩ ০৩:৫০ এএম