যশোর প্রতিনিধি: যশোরে নিখোঁজ হওয়ার একদিন পর মহাসিন (৪২) নামের এক যুবকের আগুনে পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।মহাসিন নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাসিন সুদের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে মরদেহ ফতেপুরে ফেলে রেখে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন মহাসিন।চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এস আই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ট্রিপল ৯৯৯ খবর পাই একটি মরদেহ পড়ে আছে। মরদেহের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তিকে এখানে এনে তার গলা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য মরদেহ মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, সকালে ফতেপুর আদর্শপাড়ার একটি মসজিদের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাঁছাই করে পরিচয় শনাক্ত করা হয়।তিনি আরও বলেন, নিহতের স্বজনরা থানায় রয়েছে। এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১০ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০০ ঘর। আগুনে পুড়ে নিহত হয়েছেন দুজন, আহত হয়েছেন আরও একজন।১২ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সাধারণ মানুষের মালামাল। এ ঘটনায় দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়াও আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে আরও কয়েকজন।আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।তিনি জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারের ১৩টি ইউনিট। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বস্তিতে বসবাসকারীরা বলছেন, তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে ৩০০ এর মতো ঘর ছিল, সব ঘরই পুড়ে গেছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।ঘরগুলো কাঠ ও বাঁশের তৈরি হওয়াতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
১৩ জানুয়ারী ২০২৪ ০১:৪২ এএম
সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন।২০ আগস্ট রোববার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার দোকান ও বাড়ি একই সঙ্গে অবস্থিত। রোববার রাতে ইয়াকুব মিয়া, তার মা, তার স্ত্রী, দুই ছেলে জুবাইর ও জুনাইদ এবং মেয়ে জেসমিন আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের পর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম বলেন, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২১ আগস্ট ২০২৩ ১০:৩৯ এএম
রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে লোহানি পাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে নিহত হয়েছে ৪ বছরের শিশু সিনহা। নিহত শিশুর শরীরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় ইউপি সদস্য হুমায়ন ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে ৩টি বসতঘর পুড়ে গেছে। ২০ আগস্ট রোববার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বদরগঞ্জ স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মৃত শিশুর পিতা সিরাজুল ইসলাম বলেন, আগুনের শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছেন ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় শিশু সিনহাকে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ডলু শাহ্ আগুনে পুড়ে শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
২০ আগস্ট ২০২৩ ০৩:২৭ পিএম