আমিরাত প্রতিনিধি: রোববার রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ ১১ মার্চ সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে।১০ মার্চ রোববার দিবাগত রাতে প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয় এবং ভোর রাতে সোমবারে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খায় ধর্মপ্রাণ মুসল্লিরা।আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক এ্যাফেয়ার্স অ্যান্ড এনডোর্সমেন্ট (আওকাফ) ও আমিরাতের চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।পবিত্র রমজান মাস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ ও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম-সহ আমিরাতের সব বিভাগের শাসকরা পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। এ ছাড়া তারা সংযুক্ত আরব আমিরাতের সব নাগরিক ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানান।
১১ মার্চ ২০২৪ ০২:৫৫ এএম
আমিরাত প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সাড়ে সাত কোটি বাংলাদেশি মানুষের জন্যে দেশ স্বাধীন করেছেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজও কিন্তু পুরো বাঙালি জাতির জন্য। এগুলো শুধু আওয়ামীলীগের জন্য তিনি করেননি।২৩ সেপ্টেম্বর শনিবার দুবাই ক্রাউন প্লাজা বল রুমে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংগঠনটির সভাপতি নুরুন নবী রোশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মনিরের পরিচালনায় এতে বিশেষ অথিতি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব জাফর আহামেদ, চট্রগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আজমান কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি আব্দুল আলিম, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরো, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার।
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৪৮ এএম