নিউজ ডেস্ক: নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। আমরা আশা প্রকাশ করছি এবার নির্বাচনে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর এসব কথা বলেন।পরে জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।ইসি আরও বলেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে ।তিনি বলেন, বিদেশিরা এসে আমাদের কাছে যেটা জানতে চান সেটা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কী কী কাজ করেছি। আমাদের প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে এখন পর্যন্ত বিদেশিরা সন্তুষ্ট। তাদের পক্ষ থেকে আমাদের কোনো সাজেশন দেওয়া হয়নি, চাপ তো নয়ই। বরং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনই সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে।এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল হোসেন, র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রমুখ।
০৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৯ এএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সিডিউল ঘোষণা হয়ে গেছে, ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিডিউল পরিবর্তন করার ইচ্ছে আমাদের নেই। তবে যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, সেক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো।তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে।মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭ নভেম্বর ২০২৩ ০২:৫৯ পিএম