ডিআইইউ প্রতিনিধি: অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাশিল্পী ফারজানা মিতুর নতুন রোমান্টিক উপন্যাস 'তবু মন ভাবে তারে'। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন সজল চৌধুরী।বর্তমান সময়ে পাঠকদের বেশিরভাগ থ্রিলার পছন্দ করেন। ফারজানা মিতুও লেখেন বিশ্বাসের কথা। বাস্তবতা আর জীবনের সঙ্গে ঝলসে যাওয়া জীবনের কথা। পাঠকের কথা মাথায় রেখেই থ্রিলার ট্রিলজি লিখতেই তিনি বেশি পছন্দ করেন। ট্রিলজিতেও তার সফল পদচারণা রয়েছে। কখনো যাপিত জীবনের কঠিন নির্মমতা, কখনো বা প্রেমের রসায়ন। লেখার মাঝে এমন বিচিত্র স্বাদ তার লেখায় নতুন মাত্রা যোগ করেছে। তার লেখায় বাস্তবতার পটভূমিতে জীবনকে রেখে বিশ্লেষণ ও তার বিচিত্র টানাপোড়েনের ছাপ স্পষ্ট। ফারজানা মিতুর বইয়ের প্রয়োজনীয়তা ঠিক এখানেই।বাংলা সাহিত্যকে ধরাবাঁধা বৃত্তের বাইরে গিয়ে যারা নতুন রূপ দিতে চেয়েছিলেন তাদের সংখ্যা খুব বেশি নয়। বইয়ের সংখ্যা অপেক্ষা মানসম্মত লেখা নিয়েও বা কজনই ভেবেছেন? যারা ভাবেন তাদেরই একজন তরুণ প্রজন্মের জনপ্রিয় কথাসাহিত্যিক ফারজানা মিতু। লেখার মাঝেই পাঠক হৃদয়ে ছড়িয়েছেন ভালোবাসার সংক্রমণ। সেই সংক্রমণ থেকেই পাঠক মহলে তার লেখা বইয়ের চাহিদা এবং অভাব বেড়ছে কয়েকগুণ। সে ধারাবাহিকতায় এবারের একুশে বইমেলায় পাঠকদের জন্য এনেছেন 'তবু মন ভাবে তারে'।তবু মন ভাবে তারে- বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ১১২টি। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। অমর একুশে বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডটকমে ও বই বাজার ডটকম থেকেও সংগ্রহ করা যাবে। এছাড়া সরাসরি বইটি পেতে ১৭ নং নালন্দ প্যাভিলিয়নে পাওয়া যাবে। এছাড়া আলোচিত থ্রিলার ট্রিলজি 'মুখোশ' 'স্কেচ', 'সাইলেন্স', পরকীয়া', বারবনিতা, ব্রেকিং নিউজ, উপাখ্যান ও প্রেমের উপন্যাস সমগ্রসহ ৩৬টি বই পাওয়া যাবে।বইটি প্রসঙ্গে ফারজানা মিতু বলেন, পাঠকের কাছে প্রত্যাশা একটাই ভালো বই পড়ুন। ভালো বই কিনতে এবং পড়তে অন্যকে উৎসাহিত করুন। লেখকের কাজ লেখায় নিজেকে, নিজের লেখক সত্তাকে ভেঙ্গে নতুন কিছু তৈরি করা। আমি সেই কাজটিই করে যাচ্ছি।
১৮ ফেব্রুয়ারী ২০২৪ ০১:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক ইকবাল খন্দকারের লেখা নতুন ১২টি বই। বইগুলো বিষয়-বৈচিত্র্যে ভরপুর এবং বিভিন্ন বয়সের পাঠকের উপযোগী।বইগুলো হলো- নরকদণ্ড, রহস্যময় যাত্রী ছাউনি, অদৃশ্য নাইট গার্ড, গফুর স্যারের মৃত্যুরহস্য, ঘাতকের নিশানা, নিষিদ্ধ অতিথিশালা, কান ফাটা হাসি, ময়ূর ডাকে বাকবাকুম, এক যে ছিল বানর, টিকটিকির টিকটিক, ঘুড়ি ও উড়োজাহাজ এবং ঘুঘু ও কাক।‘নরকদণ্ড’ বইটি মূলত বড়দের উপযোগী উপন্যাস। প্রকাশ করেছে মায়ান প্রকাশনী। স্টল নম্বর ৬২৬।‘রহস্যময় যাত্রী ছাউনি’ এবং ‘অদৃশ্য নাইট গার্ড’ বই দুটি যথাক্রমে রহস্য এবং ভৌতিক উপন্যাস। প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্যাভিলিয়ন নম্বর ২১। ‘গফুর স্যারের মৃত্যুরহস্য’ থ্রিলার উপন্যাস। প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্যাভিলিয়ন নম্বর ১৩।‘ঘাতকের নিশানা’ বইটিও থ্রিলার। প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্যাভিলিয়ন নম্বর ২০।‘নিষিদ্ধ অতিথিশালা’ বইটি বড়দের উপযোগী গল্পের বই। প্রকাশ করেছে মেধা পাবলিকেশন্স। স্টল নম্বর ১১৬।আলোঘর প্রকাশনা থেকে প্রকাশিত ‘কান ফাটা হাসি’ বইটি রম্য বই। ইকবাল খন্দকারের ‘হাসি’ সিরিজের ১৪তম বই এটি। মেলায় আলোঘর প্রকাশনার স্টল নম্বর ১৯৫, ১৯৬ এবং ১৯৭।‘ময়ূর ডাকে বাকবাকুম’ বইটি প্রকাশ করেছে শৈশব প্রকাশ। স্টল নম্বর ৭৪১ ও ৭৪২।‘এক যে ছিল বানর’ এবং ‘টিকটিকির টিকটিক’ বই দুটির পরিবেশক মেধা পাবলিকেশন্স। স্টল নম্বর ১১৬।আর ‘ঘুড়ি ও উড়োজাহাজ’ এবং ‘ঘুঘু ও কাক’ বই দুটির পরিবেশক তৃণলতা প্রকাশ। স্টল নম্বর ১৭৮।উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্ত ইকবাল খন্দকারের লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩০টি।
১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:৪৫ এএম