পিরোজপুর প্রতিনিধ: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত ১৭ হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী মো. নাজমুল ইসলাম খান (৪১) পুলিশের হাতে গ্রেফতার।১২ ফেব্রুয়ারি সোমবার রাতে পিরোজপুর সদরের খলিসাখালী এলাকা থেকে সদর থানা পুলিশের একটি টিম নাজমুল ইসলাম খানকে গ্রেফতার করে।এ তথ্যটি নিশ্চিত করে সদর থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযানিক টিম গ্রেফতার করে। তিনি আরও বলেন, আমরা মঙ্গলবার সকালে আসামি নাজমুলকে জেলা আদালতে প্রেরণ করি।
১৩ ফেব্রুয়ারী ২০২৪ ০২:০৬ পিএম
খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পুলিশের অভিযানে ২ জন সাজা পরোয়ানাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।১৫ জানুয়ারী সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে খোকসা থানা পুলিশ।গ্রেফতার আসামীরা হলো- উপজেলার খোদ্দসাধুয়া গ্রামের মোঃ গফুর শেখের ছেলে মো. খাইরুল ও সাতপাখিয়া গ্রামের সোবাহান মোল্লার ছেলে মো. ওমর আলী।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
১৫ জানুয়ারী ২০২৪ ১২:০৮ পিএম
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার চান্দলা ও শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো, চান্দলা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ইউসুফ (৩২), সিদ্দিকুর রহমানের ছেলে মুবিন (২৮), ফিরোজ মিয়ার ছেলে মো. শাকিল (২৪), স্বপন মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৪০), মৃত আব্দুল মালেকের ছেলে স্বপন মিয়া (৫৫), পান্না খানের ছেলে ইমরান খান (৩৭), আরব আলীর ছেলে রবিউল আলম প্রকাশ তসলিম (৩১) এবং শশিদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে মো. রুবেল (৩১)।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, সাজাপ্রাপ্ত আসামীদের যথাযথ পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
০৯ ডিসেম্বর ২০২৩ ০৮:০২ এএম
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ১১ নভেম্বর শনিবার রাতে বীরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশে পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই শাহজাহান সিরাজ, এসআই তানভীর, এএসআই মোহাম্মদ আলী, এএসআই সিরাজুল এবং এএসআই সারোয়ার জাহান।আসামিরা হলেন ভাবকি এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে মো. শাহীন ইসলাম, আরাজি মিলনপুর এলাকার মৃত ফরিদ আলী ছেলে তহিদুল ইসলাম, মৃত আব্দুল সাত্তারের ছেলে সাইফুল ইসলাম, মৃত কলিমউদ্দিনের ছেলে আশাব আলী । পরে আটক ৪ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, বীরগঞ্জ থানায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে থানা পুলিশের পৃথক কয়েকটি টি দল পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
১২ নভেম্বর ২০২৩ ১০:৪৮ এএম