লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে সৌদি ফেরত প্রবাসী ইসমাইল হোসেন রিপন (৪০) এর মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকায় শোকের মাতম চলছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে ওই প্রবাসীর স্বজন ও স্থানীয় ইউপি সদস্য নান্টু বিষয়টি নিশ্চিত করেন।এর আগে ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আব্দুর রহিম ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিপন ওই বাড়ির রুস্তম আলীর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ও সৌদি প্রবাসী ছিলেন।নিহতের স্বজনরা জানান, আগামী সপ্তাহে সৌদি আরবে কর্মস্থলে যাবার কথা ছিল রিপনের। প্রায় তিন মাস আগে ছুটিতে বাড়ি আসেন রিপন। দুপুরে রিপন ঘরের পাশে একটি গাছে ডালপালা কাটতে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। ঘটনাস্থলে একটি পাকা স্ল্যাবের উপর পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু নাছের নান্টু বলেন, রিপন ডালপালা কাটার জন্য ঘরের পাশের একটি কড়ই গাছে উঠে। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০২:৪৬ এএম
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ফজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামে। নিহত ফজলুর রহমান ওই গ্রামের পচন চৌকিদারের ছেলে।স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ছাগলকে খাওয়ানোর জন্য বাড়ির পাশের একটি আম গাছে উঠে পাতা কাটছিল ফজলু। এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণাত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৪:০১ এএম
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাব্বি হাওলাদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাগানের সুপারি পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাব্বি উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।নিহতের স্বজনরা জানান, রাব্বি নিজ বাগানের গাছ থেকে প্রায়ই সুপারি পাড়তো। বৃহস্পতিবার সকালে সুপারি পাড়তে বাগানে যায় সে। বাগানের ঝড় ঝড় শব্দ হবার পর ‘মা’ বলে চিৎকারের আওয়াজ আসে। দৌড়ে গিয়ে গাছের গোড়ায় মুখমন্ডল থেতলানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গাছের সুপারি পাড়তে গিয়ে রাব্বি নামের একটি ছেলে মারা গেছে। দুর্ঘটনায় মারা যাবার কারণে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের কাছে রাব্বির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২৪ নভেম্বর ২০২৩ ০৬:৫৫ এএম