দিনাজপুর প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরে ১২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।এরই অংশ হিসেবে ৩০ জুলাই রোববার সকাল ১০টায় দিনাজপুর সদরের চুনিয়াপাড়াস্থ গর্ভেশ্বরী নদীর ডানতীর বাঁধ এলাকায় আম, জাম, বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী বীরগঞ্জ (পুরো) উপ-বিভাগ মো. সিদ্দিকুজ্জামান নয়ন ও রোভারের ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
৩০ জুলাই ২০২৩ ০৭:৩৯ এএম