তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে অবৈধভাবে মজুদ করা জেলে পুনর্বাসনের ভিজিএফ’র ২৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।১৫ মার্চ শুক্রবার বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রবিউলের ঘর থেকে এসব চাল জব্দ করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।অভিযান প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে মজুদ করা জেলেদের পূর্ণবাসনের ৭২০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। কিভাবে এক ব্যক্তির বসত ঘরে এই চাল আসলো, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।উদ্ধারের পর চালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
১৬ মার্চ ২০২৪ ০৬:১১ এএম
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে চাল মজুত করায় মোবাইল কোর্টের মাধ্যমে এসিআই অটো রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে নউপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ।১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে কৃষি বিপণন আইন ২০০৮-এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, মিলে নির্দেশিত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চালের অবৈধ মজুত থাকায় এ জরিমানা করা হয়। অবৈধভাবে মজুত করা এই চাল তিন কার্য দিবসের মধ্য বিক্রির আদেশও দেন তিনি।এ সময় নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারী ২০২৪ ০৫:৪০ এএম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।১৭ সেপেটম্বর রোববার সন্ধ্যায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।স্থানীয় সূত্র জানান, ভিডব্লিউবির উপকারভোগীরা চাল পেয়ে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করে। ভিডব্লিউবির ওই চাল স্থানীয় মঞ্জু মিয়ার বাড়িতে মজুত করে রাখা হয়েছে- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৫ বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়। পরে সেগুলো থানায় নিয়ে যায় পুলিশ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৪ এএম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।১৭ সেপেটম্বর রোববার সন্ধ্যায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।স্থানীয় সূত্র জানান, ভিডব্লিউবির উপকারভোগীরা চাল পেয়ে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করে। ভিডব্লিউবির ওই চাল স্থানীয় মঞ্জু মিয়ার বাড়িতে মজুত করে রাখা হয়েছে- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৫ বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়। পরে সেগুলো থানায় নিয়ে যায় পুলিশ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৪ এএম