সাগর পথে পাচারকালে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ, আটক ৩
কক্সবাজার প্রতিনিধি: আবারও অবৈধভাবে ভোগ্যপণ্য পাচারকালে কক্সবাজার শহরের টেকপাড়াস্থ মাঝেরঘাট এলাকা থেকে ৩ জনকে আটক করেছে র্যাব-১৫।২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে র্যাবের চৌকস আভিযানিক দল টেকপাড়াস্থ মাঝেরঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কবির আহমদ (৫৩), মহেশখালী কুতুবজোম এলাকার মৃত হাসন আলীর ছেলে আবু তাহের (৫৯) এবং টেকনাফের মৃত শরীফের ছেলে মো তৈয়ব-(২৪)।জানা গেছে, পাশ্ববর্তী দেশে পাচারের সময় বিপুল পরিমাণ ভোজ্য সয়াবিন তেল, আটা, রসুন, চিনি এবং পাচারকারীদের হেফাজত হতে সর্বমোট ৫৩টি বস্তায় ২ হাজার ১২০ লিটার ভোজ্য সয়াবিন তেল, ১৭টি বস্তায় ৮৫০ কেজি আটা (প্রতি বস্তায় ৫০ কেজি করে), ১৫টি বস্তায় ৭৫০ কেজি চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি করে) এবং ১২টি বস্তায় ৪৮০ কেজি রসুন (প্রতি বস্তায় ৪০ কেজি করে) উদ্ধার করা হয়।র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাশ্ববর্তী মিয়ানমারসহ বিভিন্ন দেশে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, জ্বালানী তৈল ও ডিজেল অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে পাচার করছে। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একই সাথে দেশীয় খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল ইত্যাদি দেশ হতে অন্য দেশে পাচার হওয়ার কারণে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সাগর পথে ভোগ্যপণ্য পাচারকালে ১৬ জন পাচারকারীকে আটক করে র্যাব-১৫।