রায়পুরায় জেলে নৌকার সাথে স্পিড বোটের ধাক্কায় নিখোঁজ ১
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: ২৪ ঘন্টা পার হয়ে গেলেও নরসিংদীর রায়পুরায় নিখোঁজ জেলে পিয়ালের এখনও সন্ধান মিলেনি। ২ নভেম্বর বৃহস্পতিবার রাতে একটি স্পিড বোট ও একটি মাছ ধরার নৌকার সাথে সংঘর্ষের পর থেকে পিয়াল নিখোঁজ হন। সে গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪ টায় তার সহপাঠি জেলে আতাউরের সাথে যায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।পিয়ালের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে আতাউরের ভাই মোর্শেদ ও আতাউর পিয়ালকে ডেকে নিয়ে যায় মাছ ধরতে যায়। রাত আনুমানিক ৮ টার পরে খবর পান স্পিড বোট ও তাদের নৌকার মধ্যে ধাক্কা লেগে পিয়াল নিখোঁজ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আতাউর।এ ঘটনায় ভৈরব নৌ থানার ইনচার্জ রফিক বলেন, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে স্পিড বোট ও জেলে নৌকায় ধাক্কা লাগার খবর পাই। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি, এসময় আতাউরকে আহত অবস্তায় উদ্ধার করা হয়। তার সাথে পিয়াল নামের আরেকজন ছিলেন। তাকে অনেক খোঁজাখুজির পর পাওয়া যায়নি।এদিকে স্পিড বোটের চালককের নাম শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।