সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।৩ মার্চ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা। এ সময় অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে থানার ওসি মো. নুরুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এক নম্বর রেল ঘুমটি হয়ে দুই নম্বর রেল ঘুমটি পর্যন্ত রেল লাইন ঘেষে উভয় পাশে যে সকল অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে সে সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। তবে এ সময় কিছু পাকা ও আধা পাকা স্থাপনা রক্ষিত রয়ে যায়।এ ব্যাপারে এক ব্যবসায়ী জানান, রাতের আধারে রেললাইনের দুই পাশে জায়গা দখল করে গড়ে তোলা হয় ব্যবসা প্রতিষ্ঠান। ক্রমান্বয়ে রেললাইনের কাছাকাছি পর্যন্ত দোকান গড়ে ওঠে। ফলে প্রায় সময়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। বার বার রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়ে ওই দোকানপাট গুড়িয়ে দিলেও তা আবার পরক্ষণে যথা স্থানে গড়ে তোলা হয়। যার ফলে উচ্ছেদ চলাকালে লোকজন হাসাহাসি করে। কেউ কেউ বলে এটা লোক দেখানো অভিযান।এদিকে অভিযান পরিচালনাকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, আমরা অবৈধ দখলদারকে বার বার নোটিশ করি স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য। আবার কোন কোন সময় মাইকিং করেও জানানো হয়। তারপরেও তারা তাদের স্থাপনা সড়িয়ে না নিলে আমরা বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে সেগুলো সড়িয়ে দেই।
০৩ মার্চ ২০২৪ ০৯:২৭ এএম