রংপুর ব্যুরো: বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী (আর ই) আবু সালেহর নানা দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের পর রংপুর থেকে তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের সরকারি গাছ কেটে আত্মসাত ও অচল জেনারেটর সচল দেখিয়ে ভুয়া বিল ভাউচার বানিয়ে অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রমাণিত হওয়ায় এ প্রকৌশলীকে বদলি করা হয়। দুর্নীতির খবর এশিয়ান টেলিভিশনের অনলাইনে প্রকাশের পর বেতার প্রকৌশলী (আর ই) আবু সালেহকে ৩০ এপ্রিল মঙ্গলবার রাঙামাটিতে পানিশমেন্ট বদলি করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার-১ অধিশাখা থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্র আঞ্চলিক প্রকৌশলী (আর ই) আবু সালেহকে রংপুর থেকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বেতার কেন্দ্রে বদলি করা হয়েছে। তার কর্মস্থলে ঠাকুরগাঁয়ের আঞ্চলিক প্রকৌশলী মো. জাইফুল ইসলাম আকন্দকে বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্রে পদায়ন করা হয়েছে। তার বদলির খবর শুনে বাংলাদেশ বেতারের প্রোগ্রাম ও নিউজ শাখা এবং আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ প্রকাশ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।অফিসের একটি সূত্র জানায়, রংপুর বেতারের আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু বদলি করে চুপ থাকবেন না। কারণ, তার যত অনিয়ম-দুর্নীতি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে তার চেয়েও অনেক বেশি অনিয়ম দুর্নীতির সাথে তিনি জড়িত ছিলেন। এ কারণে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখবেন বলে সূত্রটি জানায়।এ বিষয়ে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তা জানান, বর্তমান মহাপরিচালক মহোদয় অত্যন্ত নীতিবান। কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করলে কখনো তিনি কাউকে ছাড় দেন না।
০১ মে ২০২৪ ০৩:২৮ এএম
রংপুর ব্যুরো: বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী (আর ই) আবু সালেহর নানা দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের পর রংপুর থেকে তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের সরকারি গাছ কেটে আত্মসাত ও অচল জেনারেটর সচল দেখিয়ে ভুয়া বিল ভাউচার বানিয়ে অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রমাণিত হওয়ায় এ প্রকৌশলীকে বদলি করা হয়। দুর্নীতির খবর এশিয়ান টেলিভিশনের অনলাইনে প্রকাশের পর বেতার প্রকৌশলী (আর ই) আবু সালেহকে ৩০ এপ্রিল মঙ্গলবার রাঙামাটিতে পানিশমেন্ট বদলি করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার-১ অধিশাখা থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্র আঞ্চলিক প্রকৌশলী (আর ই) আবু সালেহকে রংপুর থেকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বেতার কেন্দ্রে বদলি করা হয়েছে। তার কর্মস্থলে ঠাকুরগাঁয়ের আঞ্চলিক প্রকৌশলী মো. জাইফুল ইসলাম আকন্দকে বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্রে পদায়ন করা হয়েছে। তার বদলির খবর শুনে বাংলাদেশ বেতারের প্রোগ্রাম ও নিউজ শাখা এবং আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ প্রকাশ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।অফিসের একটি সূত্র জানায়, রংপুর বেতারের আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু বদলি করে চুপ থাকবেন না। কারণ, তার যত অনিয়ম-দুর্নীতি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে তার চেয়েও অনেক বেশি অনিয়ম দুর্নীতির সাথে তিনি জড়িত ছিলেন। এ কারণে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখবেন বলে সূত্রটি জানায়।এ বিষয়ে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তা জানান, বর্তমান মহাপরিচালক মহোদয় অত্যন্ত নীতিবান। কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করলে কখনো তিনি কাউকে ছাড় দেন না।
০১ মে ২০২৪ ০৩:২৮ এএম
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অধিদপ্তরের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।তাঁরা হলেন- শিবালয় উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজন ও উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার। এরমধ্যে সুজনকে দিনাজপুরে ও রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ কপিতে বলা হয়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। ৩ এপ্রিলের মধ্য তিনি দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ৪ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিস) বলে গণ্য করা হবে।আরও পড়ুন:শিবালয় কৃষি অফিস থেকে কৃষককে তাড়ানো, কী ঘটেছিল সেখানে?এছাড়া শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে ফরিদপুরের সালথা উপজেলায় পদায়ন করে বদলি করা হয়।অফিস আদেশে বলা হয়েছে, আগমাী ১৬ এপ্রিল তিনি তার দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্তি বলে গণ্য হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিআহ নূর আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিবালয় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দিনাজপুরে বদলি করা হয়েছে। আরেকটি অফিস আদেশে উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে।
০৫ এপ্রিল ২০২৪ ০৬:৫১ এএম
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: অবশেষে বদলি হয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার এলজিইডির সেই উপ-সহকারী প্রকৌশলী নুরুজ্জামান।এর আগে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস চলাকালে উপজেলা বাহাড়া ইউপির সুখলাইন গ্রামে এক মহিলা শ্রমিকের বাড়িতে ওই মহিলার বিছানায় শুয়ে প্রকৌশলী মো. নুরুজ্জামানের নারকেল খাওয়ার ঘটনা প্রকাশ্যে এলে সমালোচিত হন তিনি।২০ সেপ্টেম্বর বুধবার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে শাল্লা থেকে বদলি করে ছাতক উপজেলা এলজিইডি অফিসে সংযুক্ত করা হয়।উল্লেখ্য ২০১৭ সালে শাল্লা উপজেলায় যোগদান করেন উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান। এখানে আসার পর থেকেই নানা অপকর্মে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে শাল্লা উপজেলায় কর্মরত থাকায় ওই দরিদ্র মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে চাওর রয়েছে এলাকায়।শুধু তাই নয়, নুরুজ্জামানের এই অনৈতিক ঘটনার সংবাদ প্রকাশ করায় ওই মহিলাকে বাদী করে শাল্লার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার একটি মিথ্যা মামলাও করান তিনি।
২১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১১ এএম