নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।১৫ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ক্যাবের সভাপতি রানা আহম্মেদ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক নাজমুল সাদাতসহ প্রমুখ।আলোচনা সভায় ভোক্তা পর্যায়ে সঠিক দাম ও মান নিশ্চিতকরন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও নিজ নিজ অবস্থান থেকে অসাধু ব্যবসায়ীদের প্রতি প্রতিবাদ গড়ে তুলে ভোক্তা পর্যায়ে সঠিক দাম ও মান ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
১৫ মার্চ ২০২৪ ০৮:২০ এএম
মানিকগঞ্জ প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
১৫ মার্চ ২০২৪ ০৬:২৩ এএম
পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, স্বার্থে কৃএিম বুদ্ধিমওা ব্যবহার করি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রিজা আক্তার, ক্রেতা সুরক্ষা আন্দোলন পলাশ শাখার সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
১৫ মার্চ ২০২৪ ০৫:৪০ এএম