নিজস্ব প্রতিবেদক: দুদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।৭ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আজ বিকেল ৩টায় বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।৮ এপিল সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় এসেছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রফতানির আগ্রহ প্রকাশ করেছে।ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এ সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি।
০৭ এপ্রিল ২০২৪ ০৫:১৫ এএম
স্পোর্টস ডেস্ক: দুবাইতে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ৬টি মহাদেশের ১৬টি দেশ। আসরের দ্বিতীয় দিনে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে।১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিচ সকার ফুটবলের নিয়মানুসারে ১২ মিনিট করে ৩ পিরিয়ডে ৩৬ মিনিটের ম্যাচ হয়ে থাকে।যেখানে প্রথম পিরিয়ডে ব্রাজিল ৪-২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় পিরিয়ডে ওমান আরও এক গোল শোধ করে। তৃতীয় পিরিয়ডে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলের এডসন হাল্ক। এতে করে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।এই ম্যাচে ব্রাজিলের হয়ে এডসন হাল্ক ২টি, মাউরিসিনহো, কাটারিনো এবং রদ্রিগো ১টি করে গোল করেন। ওমানের হয়ে আব্দুল্লাহ আল সাউতি, আব্দুল রহমান আল ফাজারি ও খালিদ আল ওরাইমি ১টি করে গোল করেন।আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী ২০ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মেক্সিকোর মুখোমুখি হবে।এ বারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। আর্জেন্টিনা বি গ্রুপে খেলছে। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ডি গ্রুপে খেলছে ব্রাজিল। যেখানে তাদের ৩ প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল ৩টি করে ম্যাচ খেলবে। কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা পাবে শীর্ষ ২টি করে ৪ গ্রুপ থেকে ৮টি দল। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।
১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:৪৩ এএম
স্পোর্টস ডেস্ক: ব্রাজিল কোচের দায়িত্ব নিলেন দরিভাল জুনিয়র। আদালতের রায়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির দায়িত্ব ফিরে পেয়েই ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছিলেন এদনালদো রদ্রিগেজ। এরপর থেকেই আলোচনা শুরু হয় ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয় নেইমারদের পরবর্তী কোচ হতে চলেছেন দরিভাল জুনিয়র। অবশেষে তাই সত্যি হল, দরিভালকেই জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছে সিবিএফ।ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিলেন দরিভাল। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দারিভালকেই ব্রাজিলের জাতীয় (পুরুষ) দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ তাকে নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে।এদিকে কোচ হিসেবে নিয়োগ দিলেও কত দিন পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন তা জানা যায়নি। তবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, এমনটাই জানা গেছে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।দরিভাল এক সাক্ষাতকারে সাংবাদিকদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে সম্মানিত বোধ করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে নিজের ইন্সটাগ্রামে তিনি জানিয়েছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানজনক।
১১ জানুয়ারী ২০২৪ ১০:৪৯ এএম
স্পোর্টস ডেস্ক: ব্রাজিল কোচের দায়িত্ব নিলেন দরিভাল জুনিয়র। আদালতের রায়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির দায়িত্ব ফিরে পেয়েই ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছিলেন এদনালদো রদ্রিগেজ। এরপর থেকেই আলোচনা শুরু হয় ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয় নেইমারদের পরবর্তী কোচ হতে চলেছেন দরিভাল জুনিয়র। অবশেষে তাই সত্যি হল, দরিভালকেই জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছে সিবিএফ।ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিলেন দরিভাল। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দারিভালকেই ব্রাজিলের জাতীয় (পুরুষ) দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ তাকে নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে।এদিকে কোচ হিসেবে নিয়োগ দিলেও কত দিন পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন তা জানা যায়নি। তবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, এমনটাই জানা গেছে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।দরিভাল এক সাক্ষাতকারে সাংবাদিকদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে সম্মানিত বোধ করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে নিজের ইন্সটাগ্রামে তিনি জানিয়েছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানজনক।
১১ জানুয়ারী ২০২৪ ১০:৪৯ এএম