নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।৪ মে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)। এছাড়া নিহত আর একজনের পরিচয় জানা যায়নি। ওসি রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছায়। এ সময় ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড আঘাতে ট্রাক ও সিএনজিটি সড়ক থেকে ১৫ ফিট নিচে খালে পড়ে গিয়ে সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সকল ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
০৪ মে ২০২৪ ০৭:৪১ এএম
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সবুজ (২১) ও একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪২)।২৮ এপ্রিল রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লাঙ্গলবাধ-লাহিনীপাড়া সড়কে চাপড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে, দুইটি মোটরসাইকেলই বেপরোয়া গতিতে চালাচ্ছিল। সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সবুজ মোটরসাইকেলে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব বিপরীত দিকে আসছিলেন। পথে চাঁপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ২টি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনিও মারা যান।কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কতজন নিহত হয়েছে, তা তিনি জানেন না।
২৮ এপ্রিল ২০২৪ ১১:৩৭ এএম
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেপরোয়া গতির ট্রাক ড্রাইভার মো. সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।২৭ এপ্রিল শনিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ড্রাইভার মো. সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে। বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. রেজ্জাক মোড়লের ছেলে।স্থানীয়রা ভ্যান চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। নিহত ভ্যান চালক মো. মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের পিতা মকবুল হোসেনের ছেলে ও নিহত অপর যাত্রী রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে মো. আজাদ (৩৫)।ওসি আরও জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
২৭ এপ্রিল ২০২৪ ০৭:২২ এএম