শ্রীপুরে বাজার ইজারাকে কেন্দ্র করে যুবলীগ নেতার উপর হামলা
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন নারায়ণপুর বাজার, মহাখালী বাজার এবং লতিফপুর বাজারের ইজারাদার যুবলীগ নেতা কাউসার (৩৬), তার বড় ভাই মাসুম ও তার চাচাকে রাস্তায় প্রকাশ্যে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ মার্চ দুপুরে শ্রীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও শ্রীপুর মডেল থানায় ইজারাদার কাউসার বাদী হয়ে ২১ মার্চ বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শ্রীপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মো. নজরুল ইসলামের বাড়ি সামনে পৌঁছালে নারায়ণপুর গ্রামের কেরামত আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৩৬), মো. আকতার হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. বাবু (২৭), মৃত শাহিদ প্রধানের ছেলে মো. নজরুলসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি লোক হামলা ও মারধর করে।যুবলীগ নেতা কাউসার জানান, ‘মোজাম্মেল হক ও তার ভাইয়ের অত্যাচারে নারায়ণপুরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার ভাই আক্তার হোসেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক, পুলিশের সোর্স। সে একাধিক মামলা আসামি। সে পরিচয় দেয় তার বাবা কেরামত আলী একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু মোজাম্মেল হকের বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা।’বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর উপজেলার সাবেক কমান্ডার মতিউর রহমান জানান, ‘কেরামত আলী একজন রাজাকার ছিলেন। তার কোনো মুক্তিযোদ্ধার সনদ নেই। কেরামত আলী বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ায় তাকে ধরে এনে মুচলেকা নেওয়া হয়েছে যে, তিনি আর কোনোদিন বীর মুক্তিযোদ্ধার পরিচয় দেবেন না। অভিযোগ রয়েছে তার ছেলেরা পিতার নাম ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসায়সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।’অভিযুক্ত মোজাম্মেল হক জানান, ‘আমি মারধরের শিকার হয়েছি। আমি কাউকে মারধর করি নাই। সবকিছু মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি শাহ্ জামান বলেন, ‘নারায়ণপুর বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষে অভিযোগ করেন। তদন্ত চলছে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’