লাইফস্টাইল ডেস্ক: বেগুন একটি সহজলভ্য সবজি। যা সারা বছরেই পাওয়া যায়। বেগুন আকৃতির পাওয়া যায়, একটি গোল ও আর একটি লম্বা। বেগুন দুইটির স্বাদেরও ভিন্নতা রয়েছে। চলুন এবার বেগুনের ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে ফেলি। যা একসঙ্গে টক-মিষ্টি-ঝালের স্বাদ দিবে। তাহলে চলুন দেখে নেই টক-মিষ্টি-ঝাল স্বাদের বেগুন তরকারি রান্নার রেসিপি।এটি তৈরি করতে যা যা লাগবে-গোল বেগুন-২টি, লবণ, মরিচ গুড়া, হলুদ গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া, কর্নফ্লাওয়ার, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, টমেটো ও টমেটো সস, চিনি এবং ধনে পাতা।যেভাবে তৈরি করবেন-বেগুন গোল করে কেটে নিন। এতে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কর্ন ফ্লাওয়ার দিয়ে মেখে রাখুন। এরপর তেলে হালকা ভেজে নিন। এবার প্যানে তেল গরম করে দুই টুকরা দারচিনি ও লবঙ্গ দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে আধা কাপ পেঁয়াজ বাটা দিন। এবার ১ চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিন।এতে সামান্য পানি দিয়ে আধা চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে টমেটো সস ও টমেটো কুচি ছেড়ে দিন। স্বাদ মতো চিনি দিন। ভালোভাবে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে বেগুন দিয়ে দিন। এরপর আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
০৭ এপ্রিল ২০২৪ ০৮:০৫ এএম
লাইফস্টাইল ডেস্ক: বারবিকিউ মানেই ব্যতিক্রম স্বাদ। আর যদি হয় তা গরুর মাংসের, তাহলে তো কথাই নেই! যেভাবে তৈরি করবেন গরুর মাংসের মজাদার বারবিকিউ কাবাব। চলুন তাহলে জেনে নেয়া যাক গরুর মাংসের বারবিকিউ কাবাব তৈরির রেসিপি-তৈরিতে যা লাগবেগরুর মাংস- ১ কেজিপেঁয়াজ বাটা- ১ টেবিল চামচকাঁচা পেঁপে বাটা- ১ কাপআদা বাটা- ১ টেবিল চামচরসুন বাটা- ১ টেবিল চামচবড় কালো এলাচ- ৩টিছোট এলাচ- ৬টিতেজপাতা- ৩টিদারুচিনি- ৪/৫ পিসকালো গোল মরিচ- ১ চা চামচপোস্ত দানা বাটা- ১ টেবিল চামচকাবাব চিনি- ৮/১০টিজিরা বাটা- ১ টেবিল চামচশুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচশাহি জিরা- ২ চা চামচশিক- ৮/১০টিলেবুর রস- ১ টেবিল চামচলবণ- স্বাদমতোসরিষার তেল- পরিমাণ মতো।যেভাবে তৈরি করবেনপ্রথমে মাংস ধুয়ে নিন। এরপর তাতে পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, লবণ, তেল, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটাসহ বাকি সব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এভাবে রেখে দিন ২/৩ ঘণ্টা। এরপর মেরিনেট করা মাংসগুলো শিকে গেঁথে নিন। এবার কাবাবগুলো কয়লার আগুনে ঝলসিয়ে নিয়ে চার পাশ পোড়া পোড়া করে নামিয়ে নিতে হবে।
০২ ফেব্রুয়ারী ২০২৪ ০৪:৫১ এএম