রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, দেশের অর্থনীতি অন্য যে কোন সময়ের থেকে অত্যন্ত মজবুত অবস্থানে রয়েছে।১৯ এপ্রিল শুক্রবার রাজশাহীতে যৌথভাবে এ মেলার আয়োজন করে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ।সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনঅবহিতকরণ এবং এ স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন।বিভাগীয় পেনশন মেলায় মুখ্যসচিব বলেন, প্রধানমন্ত্রী চিন্তা করেছেন সাধারণ মানুষ যখন অবসর গ্রহণ করবে, তাদের বয়স হয়ে যাবে; তখন তারা যেন নিরাপদে থাকে, নিশ্চিন্তে থাকে।সরকারি চাকুরীজীবীদের মত রিক্সাওয়ালা, কৃষক, তাঁতী, এনজিওকর্মী সকলেই যাতে পেনশন পায় সেজন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আরও বলেন, পেনশন মানে সুদিনের কিছু টাকা জমা করবেন, দুর্দিনে সরকার প্রতি মাসে আপনাকে তা দিতে থাকবে। অংশগ্রহণকারী নিজেই দেখতে পারবে একাউন্টে কত টাকা আছে।অন্যান্যের মধ্যে রাজশাহীর ৮ জেলা প্রশাসক, পুলিশ সুপারগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।মেলায় বিভাগের বিভিন্ন সরকারি দফতর, ব্যাংক, এনজিও এবং ইউডিসি’র ১২৫টি স্টল বসে। স্টলে পেনশন বিষয়ে লিফলেট ও ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়।
১৯ এপ্রিল ২০২৪ ০১:২২ পিএম
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: পবিত্র ঈদুল ফিতরে পরিবহন থেকে কোন ধরনের চাঁদাবাজি ও ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।৪ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে কোন শুনানি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, কোন অবস্থাতেই কোন জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এছাড়া সড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন।তিনি আরও বলেন, সিগন্যাল ভঙ্গ করে কোন গাড়ি সড়কে চলতে পারবে না। কোথাও কোন ধরনের ব্যাত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন তিনি। ঈদ যাত্রা নির্বাহ করতে সরকারের বিভিন্ন দফতর কাজ করবে বলেও জানান তিনি।এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৪ এপ্রিল ২০২৪ ০৮:১৬ এএম
রংপুর ব্যুরো: ঈদকে সামনে রেখে অসহায় খেটে খাওয়া ও দরিদ্র মানুষের জন্য পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে।২৯ মার্চ শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদ মাঠে ৫০০ জন গরিব দুঃখী অসহায় ও খেটে খাওয়া মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাগো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফেরদৌস আলী এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো চীফ বাদশাহ ওসমানীসহ জেলা ও উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।প্রধান অতিথি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং দেশকে বিশ্বের দরবারে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষ জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন এবং দেশের মানুষকে এগিয়ে নিতে নানান ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি অঞ্চলে ঈদকে সামনে রেখে গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য ঈদ সামগ্রীসহ নানান ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যাতে মানুষের কোন কষ্ট না হয়। মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তারই অংশ হিসেবে আজকের রংপুরের বদরগঞ্জ উপজেলায় গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য ঈদকে সামনে রেখে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
২৯ মার্চ ২০২৪ ১২:১১ পিএম