স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সর্বশেষ এমন নান্দনিক ফুটবল কবে খেলেছে? প্রশ্নটা করাই যায় কোচের কাছে। আর তাইতো মালদ্বীপের বিপক্ষে জয় তুলে নেয়ার পুরো কৃতিত্ব দেশের ফুটবলারদের দিতে চান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পোস্ট ম্যাচে এসে এভাবেই ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এমন জয়ে পূর্ণ আত্মবিশ্বস নিয়ে এবার ভুটান জয়ের স্বপ্ন দেখছে জামাল ভূঁইয়ারা। চলছে তাই আগামী ২৮ জুনের প্রস্তুতি।এ যেন বাংলাদেশর এক অঘোষিত ফাইনাল। তাই খেলা শেষে মৃদু উদ্যাপন হবে এটা ছিলো অনুমেয়।কোচ হ্যাভিয়ের ক্যাবেরেরা বলেন, এই জয় সত্যি আসাধারণ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ছেলেরা দারুণ খেলেছে। এই কৃতিত্ব পুরোটাই ওদের। পিছিয়ে পড়েও যে এভাবে খেলায় ফেরা সম্ভব বাংলাদেশ তা দেখিয়ে দিলো। যদিও জয় তুলে নেয়া এতোটা সহজ ছিল না। কিন্তু ওরা সেটা করে দেখিয়েছে।দুই দশক পর সাফ ম্যাচে মালদ্বীপকে হারিয়ে এ যেন এক মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ। অন্তত ৫ আসরে গ্রুপ স্টেজ পার না করা দলটির তো আসলেই দেয়ার আছে অনেক কিছু। আর সেটা করতে হলে পেরুতে হবে ভুটান বাধার। সেটা স্মরণ করিয়ে দিতে ভুললেন না কোচ।তিনি আরও বলেন, মালদ্বীপের বিপক্ষের ম্যাচটা আমাদের জন্য ফাইনালের মতোই ছিল। আমরা সেরকম গুরুত্ব নিয়েই খেলেছি। সামনের ২৮ তারিখে এমন আরও একটা ফাইনাল ভুটানের বিপক্ষে। ভুটান দল হিসেবে ভালো, আমরা সমিহ করি। তবে আমরা চাইলে ওদেরও হারাতে পারব এবং আমরা সেটা দেখিয়ে দিতে চাই।মালদ্বীপের বিপক্ষের ম্যাচে বেশ কিছু অর্জন আছে আমাদের। দলের হয়ে প্রথম গোল করেছেন মোরসালিন, তারিক কাজীরা। পরপর সাফের কয়েকটি আসরে দলকে নেতৃত্ব দিয়েও সফলতা না পাওয়ার দায় আছে দলনেতা জামাল ভূঁইয়ারও! এবার সামনে আরও একটি ম্যাচ। আবারও নামতে হবে সংকল্প নিয়ে। অল্পতে তুষ্ট থাকার দিন বুঝি এবার ফুরিয়েছে। সময় এখন সামনে এগোনোর। জামাল ভুঁইয়ারা কি এবার পারবে?
২৬ জুন ২০২৩ ০২:৫৭ এএম