স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দাঁড়ানো কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির ধাক্কায় মো. সাইমুন ইসলাম (৩৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।২৬ এপ্রিল শুক্রবার ভোর পৌনে ৫টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বিসিক ৬নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে সাইমুন ইসলাম। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আটক কাভার্ডভ্যান চালক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সোহাগদল গ্রামের মেহেদী হাসানের ছেলে শাওন (২১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ী এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইল মুখী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালকসহ অপর ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।কোনাবাড়ী মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, কার্ভাড ভ্যান চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৬ এপ্রিল ২০২৪ ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষ্যে বিকেল ৫টার পরিবর্তে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।১৩ মার্চ বুধবার বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
১৩ মার্চ ২০২৪ ০১:০৬ পিএম