বাবুল আকতার, খুলনা: খুলনায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডা. মো. সবিজুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই ডাঃ মোঃ সবিজুর রহমান সাতক্ষীরা থেকে খুলনা সিভিল সার্জন অফিসে বদলীর নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী তিনি ৬ জুলাই রোববার দুপুরে খুলনায় সিভিল সার্জন হিসাবে যোগদান করেন।জানা যায়, খুলনার নবাগত সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে ২২তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন। সবশেষ তিনি সাতক্ষীরা সিভিল সার্জন হিসাবে ৭ মাস কর্মরত ছিলেন। পাবনার জেলার চাটমহর উপজেলার বাসিন্দা ডা. মো. সবিজুর রহমান।রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা সিভিল সার্জন কার্যালয়ে আসেন তিনি। এ সময় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ডা. সবিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানান।পরে সিভিল সার্জনের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।খুলনা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, স্কুল হেলথের মেডিকেল অফিসার ডা. নার্গিস সুলতানা, ডা. শিরিন সুলতানা, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ সময়ায় উপস্থিত ছিলেন। নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান জানান, মাত্র ৭ মাস হয়েছে সাতক্ষীরায় বদলী হয়ে এসেছি। হঠাৎ করেই এই বদলির আদেশ পেয়েছি। সেই আদেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে আজ (রোববার) খুলনাতে যোগদান করেছি।এসময় সিভিল সার্জন হিসেবে খুলনায় যাতে যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
০৬ আগস্ট ২০২৩ ০১:০৪ পিএম