পাবনায় ১৫০ গ্রাম হেরোইনসহ দুইজন আটক
রাজশাহী ব্যুরো: পাবনায় ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটকরা হলেন, পাবনার ফরিদপুর থানাধীন মাসুয়াঘাটা গ্রামের গোলজারে ছেলে মো. পারভেজ রুবেল (৩২) এবং রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সরমংলা আমতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মিকাইল হোসেন (৪৭)।গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি সোমবার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খানের নেতৃত্বে র্যাব-১২ এর একটি দল পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, ১ জোড়া স্যান্ডেল, ২টি মোবাইল, ৩টি সিমকার্ড এবং নগদ ১,৯৭০ টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।