প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ০১:০৪ পিএম
পার্বতীপুরে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিলেন রানিং স্টাফরা
লিমন হায়দার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সম্প্রতি সফটওয়ারের মাধ্যমে রেলের কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হয়। এতে পরিবহন বিভাগের মাইলেজ শুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর প্রতিবাদে ৬ আগস্ট রোববার রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে রেলভবন ঘেরাওসহ রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের কারখানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মাইলেজ (অতিরিক্ত হিসাবে মাইল প্রতি আর্থিক সুবিধা) সমস্যার দ্রুত সমাধান না হলে ট্রেন চালানো বন্ধসহ লাগাতার আন্দোলনের হুমকি দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বিএম শহীদুল ইসলাম রানা বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের বঞ্চিত করতে একটি চক্র দাপিয়ে বেড়াচ্ছে।
১৯৯৮ সালে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুশাসনে মাইলেজ (রেলের আইন অনুযায়ী) পাওয়ার কথা বলা রয়েছে। আমাদের পক্ষে আদালতের রায়ও আছে। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রেলের মাইলেজ সুবিধা নতুন করে নির্ধারিত করা হয়েছে। এটি রেলওয়ে আইনের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাস্তবায়ন করা হলে মাইলেজ সুবিধা থেকে চালক-গার্ডরা বঞ্চিত হবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বেসিকের সঙ্গে ৭৫ শতাংশ টাকা যোগ হবে না। তিনি আরও বলেন ১৬২ বছরের নিয়ম-নীতি ভঙ্গ হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। ট্রেন চালানো বন্ধ করে দেয়া হবে। অধিকার বাস্তবায়নে যা-যা করা দরকার আমরা তাই করব।
এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ের শ্রমিক কর্মচারী ইউনিয়নে সভাপতি মো. সাইফুল আজম, রাসেল, মো. মোস্তাফিজুর রহমান, মো. মানোয়ার হোসেন প্রমূখ।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
পার্বতীপুরে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিলেন রানিং স্টাফরা