প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ০৩:২৩ এএম
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী সংকটাপন্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি: মাটি উত্তোলনে বাঁধা দেয়ায় লক্ষ্মীপুরে মধ্যরাতে ঘরে ঢুকে জোৎসনা আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর স্বামী আলা উদ্দিন (৩৬) ও গুরুতর আহত হন।
১৫ এপ্রিল সোমবার ভোররাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহতের স্বামীর দাবি, তার খালাতো ভাই সিরাজ, মাহফুজ ও নিজাম এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। আহত আলাউদ্দিন মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়ির শাহ আলমের ছেলে। তিনি পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী।
অভিযুক্তরা হলো, একই এলাকার বকুলের বাপের বাড়ির আবদুর রবের ছেলে সিরাজ, মাহফুজ ও নিজাম। তারা সম্পর্কে আলাউদ্দিনের খালাতো ভাই।
আহত আলাউদ্দিনের স্বজনরা জানান, আলা উদ্দিনের বসতঘরের পাশে একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলনে বাঁধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই বিরোধের জেরে রাত দুইটার দিকে আলাউদ্দিনের বসতঘর হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঙ্গবদ্ধ দল।
এ সময় দা দিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোৎসনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জোৎসনা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আলা উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার অফিসার ডা. একে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই জোৎসা বেগমের মৃত্য হয়েছে। অপর আহত ব্যক্তি আলা উদ্দিনের অবস্থা সংকটাপন্ন।
সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৬ মাস আগে
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী সংকটাপন্ন