শিক্ষক বহিষ্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষক বহিষ্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

শিক্ষক বহিষ্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষক বহিষ্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যৌন হয়রানির অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অভিযুক্ত দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে ১৩ মার্চ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর অফিসসহ সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।১৩ মার্চ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অভিযুক্ত দুই শিক্ষক বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র ও সহকারী সাজন সাহাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়। এছাড়াও রেজুয়ান আহমেদ শুভ্রকে তার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে আন্দোলনে নামে। তাদের দাবি, বাধ্যতামূলক ছুটি নয়, বরং স্থায়ী বহিষ্কার। প্রথমে তারা প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সোনালি ব্যাংকের শাখা অফিসে তালা দেন৷ পড়ে একে একে বিজ্ঞান ভবন, কলা ভবন, প্রক্টর অফিস, সামাজিকবিজ্ঞান ভবন, ব্যাবসাপ্রশাসন ভবনে তালা ঝুলিয়ে সকল প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম বন্ধ করে দেয়। এরপর কিছু সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বাস চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেয়। এরপরেই বিকাল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়ন্টে অবরোধ করেন দুই শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী। দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের।প্রশাসনিক ভবনে দীর্ঘসময় অবরুদ্ধ থাকার পর একপর্যায়ে আন্দোলনকারীদের সামনে আসেন উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এসময় ভিসি ড. সৌমিত্র শেখর বলেন, আমরা যে তদন্ত কমিটি করেছি সেটি কাজ করছে। আশা করি, খুব দ্রুত তারা প্রতিবেদন দেবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তোমরা শান্ত থাকো। আমি আশ্বাস দিচ্ছি, আমরা এর বিচার করবো।তবে তার এই কথায় সন্তুষ্ট হতে পারেনি শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্যের অপারগতাকে নিন্দা জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে রওনা হয়।আন্দোলনকারী শিক্ষার্থী ফারাবী বলেন, আমরা আমাদের দাবিতে অটল থাকবো। যদি আজকের মধ্যে স্থায়ী বহিষ্কার না হয়, তাহলে আমাদের রক্তের ওপর পা দিয়ে আপনাদের যেতে হবে। আমরা আমাদের অবস্থানে এক চুল ছাড় দেব না।দিনব্যাপী আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকরা। কিন্তু সকল বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।আন্দোলনকারীর এক শিক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম। তিনি আশ্বাস দেন, আগামীকালের মধ্যে দুই শিক্ষককে বহিষ্কার করবেন। উপাচার্যের সাথে কথা বলবেন এবং সশরীরে বিশ্ববিদ্যালয় আসবেন। আপাতত তিনি আন্দোলন স্থগিত করার আহ্বান করেন।পরে আন্দোলনকারীরা তাদের আন্দোলন না চালিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও উপাচার্যের আশ্বাসে আগামীকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করে।উল্লেখ্য, গত ৪ মার্চ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সৈয়দা সানজানা আহসান ছোঁয়া একই বিভাগের শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে যৌন হয়রানি ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রের বিরুদ্ধে মদদ দেয়ার অভিযোগ এনে উপাচার্য বরাবর অভিযোগ করেন। বিক্ষুব্ধ হয়ে ওঠে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ একাধিকবার তালা দেয়া হয় প্রশাসনিক ভবনে, ওই বিভাগটিও তালাবদ্ধ করা হয় এবং ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

খাবারে সিগারেট পাওয়ায় রাবিতে ভাঙচুর, জড়িতদের বহিষ্কার

খাবারে সিগারেট পাওয়ায় রাবিতে ভাঙচুর, জড়িতদের বহিষ্কার

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় তালতলীতে বিএনপি নেতা বহিষ্কার

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় তালতলীতে বিএনপি নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

মন্তব্য করুন