প্রকাশ : ২৪ মে ২০২৪ ০৫:৪৬ এএম
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত ১, আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খালকুলা গ্রামে ফাতেমা খাতুন (৫০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুমাইয়া খাতুন বিথী (১৮) নামের এক গৃহবধূ।
আজ ২৪ মে শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহ দুই জনকে আটক করেছে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি হাসুয়া, ৩টি মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকা।
আটকরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বেতাই দূর্গাপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর মন্ডল (৩২), একই উপজেলার পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার ওরফে কুটি (৩০)।
গ্রামবাসী জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী দুবাই প্রবাসী ও তার ছেলে মেহেদী হাসান মালয়েশিয়া প্রবাসী। প্রবাসী অবেদ আলীর বাড়িতে থাকতো স্ত্রী ফাতেমা খাতুন ও বৌমা বিথী খাতুন। এ সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে দু’জন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ছেলের স্ত্রী বিথী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনর্চাজ মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে খালকুলা গ্রামে তিনি নিজেই গিয়েছেন। নিহত ও আহত দু’জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকা অভিযোগে সাগর মন্ডল ও সুশান্ত সরকার নামের দুজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ডাকাতিকালে এ ঘটনা ঘটতে পারে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ৪ মাস আগে
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত ১, আটক ২