মালদ্বীপ প্রতিনিধি: ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ)-এর টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে মালদ্বীপ। এই প্রতিযোগিতায় অংশ নেয় দুবাই, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং ভিয়েতনামসহ ১৭টি দেশ। সব দেশকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো মালদ্বীপ পর্যটক গন্তব্যের শীর্ষস্থানীয় পুরস্কারটি অর্জন করে।পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ। বিধাতা যেন অপরূপ রূপে সাজিয়েছেন দেশটিকে। যা দুনিয়াজোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে। আর সে কারণেই দেশটিকে পর্যটনের ‘অস্কার’ খ্যাত এ পুরস্কার প্রদান করা হয় ১ ডিসেম্বর শুক্রবার দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে অনুষ্ঠিত হওয়া এক জমকালো অনুষ্ঠানে।মালদ্বীপ এই অনুষ্ঠানে ডব্লিউটিএ-এর গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড ছাড়াও দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশন (এমএমপিআরসি) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন বোর্ড হিসাবেও স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ পুরস্কার পেল কর্পোরেশন।এছাড়াও, বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দর হোটেল এবং রিসোর্ট এর সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মালদ্বীপ, যার মধ্যে রয়েছে দেশটির হুলহুলে বিমানবন্দর হোটেল, বুটিক বিমানবন্দর হোটেল, শাংগ্রি-লা হোটেল জেন মালে, হানিমুন রিসোর্ট জে এ মানাফারু, বিলাসবহুল হানিমুন রিসোর্ট ভাক্কারু মালদ্বীপ, লাক্সারি আইল্যান্ড রিসোর্ট ভোমুলি, প্রাইভেট আইল্যান্ড রিসোর্ট ভেলা, ওয়াটার ভিলা রিসোর্ট পান্না মালদ্বীপ-স্পা এবং বিশ্বের সবচেয়ে রোমান্টিক রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেল বারোস মালদ্বীপ।স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একইদিনে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ) দেশটির প্রাক্তন পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুমকে বছরের সেরা ভ্রমণ ব্যক্তিত্ব হিসেবেও মনোনীত করেছে। দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ড. মৌসুমকে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও মালদ্বীপের পর্যটন শিল্পকে পরিচালনা করার জন্য ডা. মৌসুম সত্যি প্রশংসনীয়।
০৪ ডিসেম্বর ২০২৩ ০৪:০৮ এএম
রাঙামাটি প্রতিনিধি: আবারও বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে সড়কের উপর কাঠভর্তি ট্রাকে ব্রাশফায়ার, কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ এবং সর্বশেষ ১০ নভেম্বর শুক্রবার দিনে-দুপুরে পর্যটকবাহী ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। এ ঘটনায় ট্যুরিস্ট বোটটির ৯৫ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাঙামাটির সুবলংয়ের বসন্ত এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ৬ পর্যটকের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভুগী পর্যটকদের সকলেই চাঁদপুর সদরের পাল পাড়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।বোটটির চালক গিয়াস উদ্দিন জানিয়েছেন, রাঙামাটির ঝুলন্ত সেতু পর্যটন ঘাট থেকে ৭ জন নিয়ে কাপ্তাই হ্রদ হয়ে সুবলং ঝর্ণায় যাচ্ছিলেন তিনি। পথে স্বর্গছেড়া এলাকায় পৌঁছালে একদল পাহাড়ি সন্ত্রাসী বোটটির গতী রোধ করে পর্যটকদের নামিয়ে দেয়। পরে বোটটি নিয়ে কিছুদূর যাওয়ার পর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় বোটটি ।এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকরা জানিয়েছেন, তারা মোট ৬ জন চাঁদপুর থেকে সাজেক হয়ে রাঙামাটিতে আসেন। উঠেন তবলছড়ির ওমদামিয়া হিলের একটি হোটেলে । শুক্রবার সকালে ১০ টায় জনৈক গিয়াস উদ্দিনের বোটে সুবলং ঝর্ণা দেখতে রওয়ানা হন তারা। পথে স্বর্গছেড়া এলাকায় পৌঁছালে ৩ পাহাড়ি অস্ত্রধারী তাদের বহণকারী বোটটির গতি রোধ করে ৬ জনকে বোট থেকে নামিয়ে দেয়। এসময় তাদের কাছে থাকা ৫ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে বোট চালককে সাথে নিয়ে কিছু দূর জাওয়ার পর আগুন লাগিয়ে দেয় বোটে।বোট মালিক আলাউদ্দিন টুটুল বলেন, আমার বোটটি সম্পূর্ণ পুড়ে গেছে। আমার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন তো আমার আর কোনো আয়ের উৎস নেই। আমি কি করে খাবো এ নিয়ে দুশ্চিন্তায় আছি।রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোটটি উদ্ধার করেছি। এ ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি খতিয়ে দেখছে পুলিশ । অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০ নভেম্বর ২০২৩ ১০:২৯ এএম
কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতের কলকাতা থেকে নৌপথে ছেড়ে আসা পর্যটকবাহী বিলাসবহুল প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও (cruise ship m.v charaidew) কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌছেঁছে। ১৫ অক্টোবর রোববার সকালে চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে প্রমোদতরীটির পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।এদিকে প্রমোদতরীটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।জানা গেছে, ক্রজ শিপ এমভি চরাডিও চলতি মাসের ২ তারিখ যাত্রা শুরু করে। ভারতের কলকাতা থেকে রওনা হয়ে ভারতের নামখানা, হিমনগর, শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মংলা, বরিশাল, বদ্দের বাজার, মাওয়া, পাটুরিয়া, কাউলিয়া আপস্ট্রিম, চন্দনা বৈশ্ব্য, চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া, তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে। ভ্রমনবিলাস এই প্রমোদতরীটিতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক রয়েছেন। পর্যটকদের মধ্যে ভারতীয় ৪ জন ও ইংল্যান্ডের ৭ জন পর্যটক রয়েছে বলে জানা গেছে।চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন, আইজিপির নির্দেশে চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ ঘন্টা নিরাপত্তা দেয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালিন সময় বিবেচনা করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৫ অক্টোবর ২০২৩ ০১:১৪ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতের কলকাতা থেকে নৌপথে ছেড়ে আসা পর্যটকবাহী বিলাসবহুল প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও (cruise ship m.v charaidew) কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌছেঁছে। ১৫ অক্টোবর রোববার সকালে চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে প্রমোদতরীটির পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।এদিকে প্রমোদতরীটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।জানা গেছে, ক্রজ শিপ এমভি চরাডিও চলতি মাসের ২ তারিখ যাত্রা শুরু করে। ভারতের কলকাতা থেকে রওনা হয়ে ভারতের নামখানা, হিমনগর, শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মংলা, বরিশাল, বদ্দের বাজার, মাওয়া, পাটুরিয়া, কাউলিয়া আপস্ট্রিম, চন্দনা বৈশ্ব্য, চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া, তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে। ভ্রমনবিলাস এই প্রমোদতরীটিতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক রয়েছেন। পর্যটকদের মধ্যে ভারতীয় ৪ জন ও ইংল্যান্ডের ৭ জন পর্যটক রয়েছে বলে জানা গেছে।চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন, আইজিপির নির্দেশে চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ ঘন্টা নিরাপত্তা দেয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালিন সময় বিবেচনা করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৫ অক্টোবর ২০২৩ ০১:১৪ পিএম