পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলার দাড়খোড় সীমান্ত দিয়ে আসা ভারতীয় এক চিতা বাঘের আক্রমণে এক কৃষকের গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে আক্রমণকারী বাঘটিকেও নদীতে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন এলাকাবাসী।১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন।পরে আবারও গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গরু খাওয়া শেষে বাঘটি পানি পান করতে নদীতে গিয়েছিল বলে এলাকাবাসীর ধারণা।পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে বাঘটিকে পাঠানো হবে বলে জানায় বন বিভাগ।
০২ ফেব্রুয়ারী ২০২৪ ১০:১৪ এএম
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ননিক্ষীর গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় ওই গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে প্রাণীটিকে উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা।খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়েছে। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণীটি সবার কাছে মেছো বাঘ হিসেবে পরিচিত।তিনি বলেন, প্রাণীটি উদ্ধার কাজে সহযোগিতা করেন নড়াইল বন বিভাগের কর্মীরা। প্রাণীটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যেকোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণীকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।এসময় উপস্থিত ছিলেন নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট অনিমেষ চন্দ্র মীরবর ও কর্মী শরিফুল ইসলাম।
১৬ জানুয়ারী ২০২৪ ০৪:৪১ এএম