আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাথে সাক্ষাতের কারণে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানগুইশকে সাময়িক বরখাস্ত করেছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়। তার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে লিবিয়ার সরকার। এর আগে ইসরাইলি পক্ষ থেকেই এই বৈঠকের খবরটি প্রকাশ করা হয়েছিল।লিবিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যক্রম পরিচালনাকারী প্রেসিডেন্টিয়াল কাউন্সিল কথিত ওই সাক্ষাত নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধান নাজলাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।লিবিয়ার রাজনীতিতে উপদেষ্টার ভূমিকা পালনকারী হাই স্টেট কাউন্সিলও ওই বৈঠক নিয়ে বিস্ময় প্রকাশ করে। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে জবাব আহ্বান করা হয়।এদিকে ওই বৈঠকের ব্যাপারে এক বিবৃতিতে ইসরাইল জানায়, দুই মন্ত্রী সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানিয়েছে, নাজলার সাথে ইসরাইলের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি। যেটা ঘটেছে সেটা হলো ‘ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি সভার সময় অপ্রস্তুত, সাধারণ সাক্ষাত। এই সাক্ষাতে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা পরামর্শ হয়নি।’ সূত্র : আরব নিউজ।
২৮ আগস্ট ২০২৩ ০৪:১০ এএম