সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলার উদ্বোধন করেছেন সংসদ সদস্য এস এম আল মামুন।৮ মার্চ শুক্রবার বিকালে শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলার মাঙ্গলিক কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও মেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এস এম আল মামুন।এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম মো. রফিকুল ইসলাম। চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এরপর চন্দ্রনাথ ধামে আগত পুণ্যার্থীদের পূজার মধ্য দিয়ে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল, ভুটানসহ হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ নারী-পুরুষ পূর্ণ লাভের আশায় তীর্থস্থান দর্শন করতে আসেন।প্রতিবছর এই মেলাকে ঘিরে ১৫ থেকে ২০ লাখের বেশি পুণ্যার্থী আসে এই শিব চতুর্দশী মেলায়। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশবাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৫২৫ পুলিশ সদস্য কাজ করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, পূন্যার্থীদের সুবিধার্থে পানির সুব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন, বিশ্রামাগারসহ মহিলাদের আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, তীর্থ যাত্রীদের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া মেলা কমিটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ১৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন বলে জানান তিনি।
০৯ মার্চ ২০২৪ ০৯:৩১ এএম
দিনাজপুর প্রতিনিধি: হিন্দু ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভাবগাম্ভীর মধ্যে দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির থেকে কান্তজিউ বিগ্রহ রাজবাটিতে রওনা হয়েছে।৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টায় কাহারোল উপজেলার কান্তনগর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে কান্তজিউ বিগ্রহ হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে নিয়ে দিনাজপুর রাজবাটির উদ্দেশ্যে রওনা হয়েছে।রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ওসি ফারুকুল ইসলাম, গোপেশ চন্দ্র রায় প্রমুখ।কঠোর নিরাপত্তায় আজ দিনব্যাপী কান্তজিউ বিগ্রহটি পূণর্ভবা নদী পথে বিভিন্ন ঘাটে ভক্ত ও পুণ্যার্থীদের পূজা অর্চণা গ্রহণের মধ্য দিয়ে সন্ধ্যায় দিনাজপুর সাধুরঘাটে পৌঁছলে সেখান থেকে সড়ক পথে রাজবাটিতে নেয়া হবে।উল্লেখ্য, দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো বছর আগে। প্রতি বছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ দশে ধর্মীয় প্রথা অনুযায়ী কান্তজিউ বিগ্রহ মন্দির প্রাঙ্গণ থেকে দিনাজপুর রাজবাটিতে আনা হয়।
০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৫ এএম