প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১০:০৬ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শেফালী বেগম (২৭) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের কলেজ গেইট ও শিমরাইল কান্দির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রেলওয়ে পুলিশ শেফালীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাW।
শেফালী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলগেইট থেকে ১০০ গজ দূরে কলেজ গেইট ও শিমরাইল কান্দির মাঝামাঝি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনের নিচে শেফালী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে শেফালীর ডান হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হন। পরে রেলওয়ে পুলিশ শেফালীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে পাঠান।
গুরুত্বর আহত শেফালীর স্বামী সালাউদ্দিন বলেন, শেফালী প্রতিনিয়ত মরে যাবে, তার অশান্তি লাগে, বাঁচবে না, এসব কথাই বলতো। তারপরও আমি শেফালীকে বোঝাতাম। মঙ্গলবার দুপুরে শেফালী রাধিকা বাজারে ওষুধের জন্য যায়। পরে আর শেফালীর খোঁজ পাইনি। পরে জানতে পারি সেফালী ট্রেনে কাটা পড়েছে। কী কারণে ট্রেনে কাটা পড়েছে এ ব্যাপারে কিছুই জানি না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) এসআই মো. হাতিম আলী ভূইয়া জানান, দুপুরে শেফালী বেগম নামে এক নারী চট্রগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করি। বর্তমানে শেফালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা